পরবাসী ব্লগের আয়োজনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো কৃষি বিষয়ক অনুষ্ঠান “গ্রীষ্মকালীন বাগানীদের অনলাইন কর্মশালা” । আর আলোচনার বিষয় ছিল – Backyard কৃষি।

হাফিজুর রহমানের সঞ্চালনায় Zoom এর মাধ্যমে আয়োজন করা হয়েছিল এই কর্মশালাটির। অনুষ্ঠানটির সমন্বয়কারী ছিলেন হুমায়ুন মজুমদার আর সহযোগিতায় ছিলেন রাফিয়া মকবুল (টরন্টো বাংলা স্কুল ) ও সৈয়েদ মাসিউল হাসান।

প্রায় আড়াই ঘন্টা ব্যাপি অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আমন্ত্রিত অথিতি বৃন্দ আলোচনা করেন তাদের নির্ধারিত বিষয়ের উপর আর দ্বিতীয় অংশে ছিল প্রশ্নোত্তর পর্ব।
অনুষ্ঠানে আমন্ত্রিত ৩ জন অতিথিরা ছিলেন:-
-ফেসবুক গ্রুপ Bangladeshi Gardeners Group in Toronto (BGGT) এর অ্যাডমিন , কৃষি বিশেষজ্ঞ জনাব কামাল মুস্তাফা হিমু,
-কৃষি বিজ্ঞানী জনাব মোহাম্মদ আলী
-কৃষি বিশেষজ্ঞ জনাব কুতুব উদ্দিন শামীম

আলোচনার মূল বিষয় ছিল কিভাবে মাটি বা জমিনটা তৈরি করতে হয়। কিভাবে বীজ বপন, চারা রোপন করতে হয়। গাছের পরিচর্যা , সার ও পানির প্রকৃত পরিমানে প্রয়োগ।কীট পতঙ্গ থেকে ফসল রক্ষা করা, এবং কি ভাবে ভালো ফলন পাওয়া যায়। অতিথিদের সকলেই তথ্য বহুল আলোচনার মধ্যে প্রতিটি বিষয়ের উপর আলোকপাত করেন এবং সকল অংশগ্রহনগরীদের প্রশ্নের উত্তর দেন।

পরবাসী ব্লগের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী ও ফেসবুকের দর্শকদের জন্য রইলো অনেক অনেক ধন্যবাদ।

যারা অনুষ্ঠানটি Live দেখতে পাননি নিচের লিংকটি ক্লিক করে ফেসবুকে এটি দেখতে পারেন।

গ্রীষ্মকালীন বাগানীদের অনলাইন কর্মশালা

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন