ঐ সবুজ শাড়ী পরা

সমগ্র আকাশ কালো যৌবনে ভরা,
তার নীচে হেঁটে যায় এক নারী ঐ সবুজ শাড়ী পরা।

আজ যতই ব্যথা হৃদ-প্রান্তরেখায় থাকুক,
কোন এক চুপচাপ সন্ধ্যায় খুঁজে নিও
কিশোরীকালে বিষম খাওয়া
হারানো, সেই অতিসুক্ষ সুখ-তারা!

ছবিঃ বাক্সবন্দী শাড়িগুলো, তোমাদের জন্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন