গত শনিবার ৩ জুন ২০২৩ অনুষ্ঠিত হলো আবাকানের চারা বিতরণ অনুষ্ঠান। টরন্টোর বাংলা পাড়া ডানফোর্থে বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস এর হলরুমে আয়োজন করা হয়েছিল এই চারা বিতরণ অনুষ্ঠানের। শহরের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক অথিতিদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয় বিভিন্ন রকম দেশী সবজির চারা।

সকাল সাড়ে এগারোটায় স্বাগত ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আবাকানের বর্তমান সভাপতি ডঃ শরীফ আসাদুজ্জামান মিলু।পরবর্তীতে বক্তব্য রাখেন ডঃ মোহাম্মদ আলী , আবাকানের সাবেক সভাপতি ও BGGT এর জনাব কামাল মুস্তাফা হিমু ,ডঃ মাহবুব রেজা, ব্যারিস্টার রিজওয়ান রহমান,বাউ (BAU) এর সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব ফাইজুল করিম ও ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ। অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন অন্টারিওর প্রাদেশিক সংসদের সদস্য এম পি পি ডলি বেগম। ডলি বেগম তার বক্তব্যে কমুনিটিতে একটা গ্রীন হাউস করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই বিষয়ে ব্যারিস্টার রিজওয়ান রহমান ও আগ্রহ প্রকাশ করেন। এম পি পি ডলি বেগম চারা বিতরণ পর্বটি উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাকানের সাধারণ সম্পাদক হাসমত আরা চৌধুরী জুঁই।

আবারো একটি সফল আর সুন্দর আয়োজনের জন্য পরবাসী ব্লগ পরিবারের পক্ষ থেকে আবাকানের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।

অনুষ্ঠানের ছবিটি জন্য এই লিংকটা ক্লিক করুন – চারা বিতরণ অনুষ্ঠানের ছবি

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন