টরন্টোতে এই প্রথম বারের মতো ক্রিয়াশীল ৬টি সংগঠনের অংশগ্রহণে সম্মিলিত ভাবে উদযাপিত হলো বিজয় দিবস উৎসব-২০২২ অনুষ্ঠান। গত শনিবার ১৭ ডিসেম্বর টরন্টোর ১৬ ডোম এভিনিউয়ে সন্ধ্যা ছটায় সম্মিলিত সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান সূচির।

অংশগ্রহণে ছিলেন খেলাঘর কানাডা, অন্যস্বর ও অন্যথিয়েটার-টরন্টো, উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডা, আলো দিয়ে যাই, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ও বাচনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ হোসেন ও ফারহানা আহমদ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণকরেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত হোসেন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন এম পি পি ডলি বেগম। অনুষ্ঠানে উজ্জ্বল দাসের ব্যাবস্থাপনায় মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু আলোকচিত্র প্রদর্শিত হয়।

টরন্টোর সাংস্কৃতিক সংগঠনগুলিকে একই মঞ্চে নিয়ে আসার এই উদ্যোগকে আমরা সাধুবার জানাই। আশা করবো আগামীতে আরো বড় পরিধিতে বেশী সংখ্যক সংগঠনের অংশগ্রহণ দেখতে পাবো।

অনুষ্ঠানের ছবির জন্য এই লিংকটি ক্লিক করুন –ছবিতে সম্মিলিত বিজয় উৎসব-২০২২

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন