গত ২৭মার্চ শনিবার সকাল ১০টায় যথাযোগ্য মর্যাদার সাথে টরন্টো বাংলা স্কুলে পালিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। স্কুলের সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ Zoom এর মাধ্যমে এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুরুতে ল্যান্ড একনলেজমেন্ট পাঠ এবং বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও এবারের বাড়তি আকর্ষণ ছিলো আলোচনা অনুষ্ঠান “বাংলাদেশের স্বাধীনতায় সাহিত্য ও সংস্কৃতির প্রভাব “। এই আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন কবি আসাদ চৌধুরী, কবি ও গল্পকার ইকবাল হাসান, কবি ও গবেষক দিলারা হাফিজ এবং বাংলা স্কুলদের উপদেষ্টা আব্দুল হালিম মিয়া । অনুষ্ঠানের এই পর্ব সঞ্চালনা করেন টরন্টো বাংলা স্কুলের সেক্রেটারি সিদ্ধার্থ সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম পি পি ডলি বেগম।

অনুষ্ঠানের শেষে HSDN ও টরন্টো বাংলা স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজক,স্বেচ্ছাসেবক, অভিভাবক বৃন্দ ও ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানান HSDN এর চেয়ার-পারসন নাসিমা আক্তার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন তিনি।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন