নরওয়ে থেকে:-

আমি গর্বিত এক বাঙালি ,
লাল সবুজের এ পতাকাই আমার গর্ব ।
পৃথিবীর যে প্রান্তেই থাকিনা কেন ,  মনের গহীনে,  বাঙালি আমি, বাংলাতেই খুঁজে পাই নিজেরে । যে জাতি তার শেকড়কে  চেনেনা , শেকড়ের প্রতি সম্মানবোধ করেনা সে জাতি যতই সমৃদ্ধ হোকনা কেন,   ব হিবিশ্বে   সম্মানিত   হতে   পারেনা।   যেখানেই    থাকি, পাসপোর্টের   রং   যাই হোকনা কেন,,   বাঙালিত্বেই   আমার   গর্ব। বাংলাদেশকে সেদিন স্বাধীন করতে গিয়ে যে যুবকেরা অকাতরে প্রাণ দিয়েছিলো, যে স্বাধীন বাংলার স্কুল কলেজ আমাকে পড়ালেখা করে মাথা উচুকরে বাঁচতে শিখিয়েছে, যে দেশের মাঠ ঘাট আমাকে লালন করেছে,, সে দেশ, সে জাতি আর অকাতরে প্রাণ বিসর্জন দেয়া সে সব সূর্য সন্তানদের প্রতি সম্মান না দেখিয়ে তো আর বাঁচতে পারা যায়না। লাল সবুজের পতাকাকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে , বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ডাককে সম্মান না দেখিয়ে বাঙালি হিসাবে বেঁচে থাকাকে বেঁচে থাকা বলেনা।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন