শক্তির কোন ধ্বংস নেই,
রূপান্তরিত হতে পারে বলে বিজ্ঞানের বিশ্বাস,
গবেষণাগারে গলদগর্ম পরিশ্রম চলছে দিবারাত্রি,
বিখ্যাত জন, যাদের শরীর মিশে আছে মাটির সাথে
তাদের মুখের শব্দগুলো নিশ্চয়ই আছে এ ভ্রমান্ডে!

গবেষকদের নিরন্তর চেষ্টা সফলতা পায় নি এখনো
অথচ, কোন রকম চেষ্টা ছাড়াই
প্রতিদিন প্রতিক্ষণ, শক্তিশালী কিছু শব্দ
নিত্যদিনের কিছু কথা,
কে যেন বলে যায় নিঃশব্দে সঙ্গোপনে।

শব্দহীন অলীক কথামালা
বড়ই যন্ত্রণা দেয়,
উলট- পালট করে দেয় সামাজিক জীবন।
কিন্তু , এ নিয়ে গবেষণা নেই কারোর,
শুনতে না চাইলে না শুনার উপায় খোঁজে বের করে না
কোন শুভাকাঙ্খী।
অবশ্য, করেও কী লাভ?
শক্তিরতো ধ্বংস নেই, তাও শব্দ শক্তি
আমরণ শুনতে হবে, নিঃশব্দে সঙ্গোপনে।

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন