কুঁকড়ে উঠে আর্তনাদে মাটি ভেদকারী রাডার
শোকার্ত হয়ে যায় যান্ত্রিক বুক ও
কিন্তু না—
ধর্মের নামে মিশনারী স্কুলের পাদ্রীদের তেমনটি ঘটেনি একবারও!?

ওরা সব শিশু ছিলো
মায়ের বুক থেকে ছিনিয়ে আনা শিশু!
সভ্যতার নামে, ধর্মের নামে সাংস্কৃতিক গনহত্যার স্বীকার হওয়া শিশু
চার্চ পাদ্রীর বিকৃত লিপ্সা মেটানোর জন্যে মায়ের বুক খালি করে আনা শিশু
ওদের ভূমিতে ওদের কৃষ্টিকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নের—
বলিদান হওয়া শিশু!?

ভীষণ ধাক্কায় ফের যেনো জেগে উঠে আহত বিবেক!
তিন বছরের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়া নিরেট বর্বরতা
মানুষ তো এ বোধে পৌঁছেছিল হাজার বছর আগে?
তাহলে এ কোন সভ্যতা বিকাশের পায়তারা যে—
এমন একটি শিশুকেও আত্মাহুতি দিতে হয় বোর্ডিং স্কুল নামক কসাইখানায়!?
কি সেই মাস্টার প্ল্যান যেখানে শত শত শিশু নিখোঁজ হয়ে যায়,
কিন্তু কোন তদন্ত নেই, কোন রেকর্ড নেই, থাকেনা কোন অভিযুক্তের নাম!
আমি কেবল একটার পর একটা প্রিন্সিপালের নাম পড়ে যাই আর ভাবি,
এরাও কি মানুষ ছিলো?
কতোটা দায়বদ্ধতাহীন কিংবা অন্ধ পক্ষপাতিত্বে কলুষিত হলে একটি সরকার,
হতে পারে এতোটাই বিকারহীন?
উত্তর নেই কোন নির্বাক এই বিবেকের কাছে
কানে বাজে শুধু শতবছরের পুরনো আর্তনাদ!

এক নয়, দুই নয়, দশ নয়, শতবছর লেগে গেলো তোমাদের,
মিশনারী স্কুল থেকে হারিয়ে যাওয়া শিশুদের হদিস পেতে!?
আহ্—শেতাঙ্গ সভ্যতা, আহ্— সেদিনের কানাডা, আহ্—রুয়ান্ডায় ফ্রান্স
এবং এমন আর-ও অগুনিত…
আমি ঐ গণকবরের চেয়েও গভীর, তিন প্রস্থ হৃদয় খুঁড়ে
তোমাদের জন্যে শুধু ধিক্কারই পাই, এবং শুধুই ধিক্কার…
তোমাদের জন্যে এ ছাড়া আর কিছুই নেই এ হৃদয়ে!
ছিঁচ কাঁদুনে শোকে পতাকার আধো অবনমন?
শতবছর পরে অবশেষে এক দায়সারা অফসিয়াল ক্ষমা প্রার্থনা?
এবং…
আমার জানা নেই কতোটুকু সাধুবাদ প্রাপ্য তোমাদের এখন?
তবে এসব ও এখন যেন সেই প্রথাগত প্রহসন আর পুঁথিপাঠ বলেই মনে হয়!

যেহেতু সবকিছুই ছিলো তোমাদের পরিকল্পনা মাফিক
সুতরাং—
যদি পারো ডেকে জিজ্ঞেস করো ওদের
জিজ্ঞেস করো সেই তিন বছরের শিশুকে
যাকে মায়ের কোল থেকে নিয়ে হত্যা করা হয়েছে বর্বরতার চরম সীমায়!
জিজ্ঞেস করো ক্ষমা প্রার্থনা কতোটুকু ফিরিয়ে দিতে পারে—
বলাৎকারের বিভৎস ব্যাথায় হঠাৎ তাদের ঘুম ভাঙা রাত ,
কতোটুকু হতে পারে তাদের অকাল মৃত্যুর প্রতিদান!?
জিজ্ঞেস করো তাদের?
পারবে না তো!?—

বিশ্ব বিবেক তবুও জানতে চায়, কেনো এতো দেরী?
সত্য প্রকাশে কেনো এতোটা দীর্ঘ হলো কালের এই ক্ষেপণ!?

তবে এও কি সেই—
‘Justice delayed, Justice denied’ এর
সুপরিকল্পিত অনুবাদ??
#
ভূগর্ভস্থ আর্তনাদ
______ফরিদ / জুন ৩, ২০২১
সম্প্রতি কানাডার বৃটিশ কলম্বিয়ায় চার্চ মিশনারীদের তত্ত্বাবধানে পরিচালিত (১৮৯৩ থেকে ১৯৭৮ পর্যন্ত) একটি আবাসিক স্কুলের পাশে ভূগর্ভস্থ গণকবরে ২১৫ জন ফার্স্ট নেশনস শিশুদের যে দেহাবশেষ সনাক্ত হয় এবং এমন আরও যারা হীন স্বার্থ কায়েমের জন্যে গণহত্যার স্বীকার হয়েছে এবং প্রতিদিন হচ্ছে তাদেরকে উৎসর্গ করেই এই লেখা।
Former Kamloops Indian Residential School
Picture: Google (CBCNEWS)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন