এবার যদি বেঁচে যাই মহামারীর প্রবল থাবা থেকে
মিথ্যে বলব না আর কোন দিন, কথা দিলাম।
অসৎ আয়ের লোভে, ফাইল আটকে
মুশকিলে ফেলব না তোমাকে, যখনই আসবে তুমি আমার টেবিলে।
অস্ত্র ছেড়ে দিব, খুন-খারাবি আর করবো না কোন দিন
কেননা মৃত্যু আমাকে জেঁকে বসেছে আইসিইউতে।
কথা দিলাম, অপরাজনীতি আর করবো না
দুর্নীতি অথবা গুমের নামে মানুষ হত্যা।
মৃত্যুর স্বাদ আমি প্রতিদিন পাই
হাসপাতালের বদ্ধ ঘরে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
অনেক ভালোবাসব তোমাকে, তোমাদেরকে
যদি আমি বেঁচে যাই, মহামারীর প্রবল থাবা থেকে।

টরন্টো, আগস্ট ১৮, ২০২০।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন