তোর নদী বয় খরস্রোতা আমার সে তো জলাশায়
আমার নদীতে বৃষ্টি ফোঁটা মিলনের জল ধীরে বয়
তোর প্রেমের হলুদ রেখা দিগন্তকে পুড়িয়ে দেয়
আমার হৃদয় সুজন খোলা এক নজরে পড়া যায়

আলতো আঁচে একটু জীবন, এক লহমা হাসির টোল
একটু জীবন রাতের পাতায়, তোর নিঃশ্বাসের একটু দোল
জোয়ার ভাঁটায় চাঁদের চুম্বন, কিছু তো হোক মন মাতাল
একটু না হয় উথাল-পাথাল উদোম নিশি হোক পাগল

শ্বেত কুমুদের ঝাঁপি খুলে দেহের ঘ্রাণে দেহের টান
এক সাগরে ডুবুরি মন, কিছু তো চাই আগুন সমান
যৌবনের স্বাদ ঢেউ খেলে যাক, লাভায় লাভায় জীবন চাষ
শরীর মাঝে শরীর ডুবে ইচ্ছে গড়ুক তার নিবাস

থাক বা না থাক তন্ত্র মন্ত্র জীবন সে তো আদিম পাঠ
পদ্মাসনে জোড়া বেঁধে আয় শিখি তার ধারাপাত
অন্ধ প্রেমে খেলুক হৃদয়, খুঁড়তে খুঁড়তে অজন্তার পথ
নেশার আগুন উঠুক জ্বলে মনের ঘরে অগ্নুৎপাত!!

________ ফরিদ / জানুয়ারী ৪, ২০২১

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন