কথা দিয়েই ভালোবাসা
ভুবন মধুময়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।

কথার মাঝেই যায়যে বোঝা
আপন এবং পর,
কথা দিয়েই আত্মীয়তা
কথায় ভাঙ্গে ঘর।

কথায় সম্পর্ক ধ্বংস
কথায় সৃষ্টি হয়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।

কথার কারণ মামলা-হামলা
হিংসা-বিদ্বেষ,
কথা দিয়েই বড় হওয়া
কথাই নিঃশেষ।

লাভ-লোকসান যত কিছু
কথার মাঝেই হয়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।

কথার মাঝেই কষ্ট আছে
কথার মাঝেই সুখ,
কথা দিয়েই ভরিয়ে দেয়া
যায় মানুষের বুক।

মধুর কথায় এসো আমরা
বিশ্ব করি জয়,
কথা দিয়েই ভালো-মন্দ
মানুষ পরিচয়।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন