কতোটা ছুটতে শিখলে তুমি জীবন?
কতোটা মাড়িয়ে গেলে অরণ্যের বেদনা অবশেষে, শান্ত হয় তাম্র ঐশ্বর্য্যের ঘোর!?
একদিন নক্ষত্রের তীরে আকাশও সীমানা হারায়
শিরিশের বাতায়ন পড়ে পশ্চিমে ডুবে গেলে শুকতারা, প্রিয় দৃষ্টির উপেক্ষায়
পৃথিবী ভুলে যায় সব হলুদ সন্ধ্যার গান
মায়ার কুয়াশা ছেড়ে হরিপদর নিশি জ্ঞান কেমন খুঁজে নেয় অবেলায়—
মাটির গোপন হৃদয়!

কতোটা ছুটতে শিখলে তুমি জীবন?

এই সব মানুষেরা ভালোবাসে, ভুল করে, ভালোবেসে নিষ্ঠুর হয়—
বিমর্ষ জোছনার ঘরে খুন করে পৃথিবীর যাবতীয় প্রণয়
আলোর ক্রুরতাকে সব ঢেকে দিলে আসমানী অন্ধকার
হাজার বছরের ইতিহাস হয়ে গৃহীর প্রদীপে নেমে আসে বিবসনা রাত!

কতোটা ছুটতে শিখলে তুমি জীবন?
অরণ্যের বেদনাকে মাড়িয়ে আরও কতোটা পথ!?

(শ্রদ্ধাঞ্জলি,  সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষ)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন