২০১৩ সালে আহবায়ক মেরী রাশেদীনের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল বাচনিকের। সেই পদযাত্রা কোথাও থেমে থাকেনি। পিছনে ফিরে তাকাতেও হয়নি কখনো। শুধু এগিয়ে যাবার পালা। এ ভাবেই টরন্টোর সংস্কৃতির অঙ্গনে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছে তারা। যার পিছনে আছে বাচনিক পরিবারের প্রতিটি সদস্যের অবদান আর একান্ত চেষ্টা। তারই ফলশ্রুতিতে আজ বাচনিক অন্যতম আবৃত্তি সংঘটন হিসাবে টরন্টোতে প্রতিষ্ঠিত।

করোনা কালীন সময়ে মঞ্চে অনুপস্থিত থাকলেও আগামী শনিবার ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় আবারো মঞ্চে ফিরে আসছে বাচনিক। ১০০ ব্রিমলি রোডে অবস্থিত সেন্ট জন হেনরি নিউম্যান হাই স্কুল- এ , বাচনিকের ১০ম বাৎসরিক আয়োজন “সুন্দরের অনিবার্য অভ্যুত্থান”।

প্রতিটি আয়োজনের মতো আবারো একটি সফল আয়োজনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো পরবাসী ব্লগ পরিবারের পক্ষ থেকে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন