দিলারা নাহার বাবু টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনের একটি অত্তান্ত পরিচিত নাম। বিশেষ করে আবৃত্তির জগতে অতিপরিচিত – “কবিতায় বাবু” তিনি। আগামী শুক্রবার ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় দিলারা নাহার বাবুর  একক আবৃত্তি সন্ধ্যা। স্থানঃ -নন্দন ইভেন্টস,৭৬০#৪১ বিচমন্ট রোড, স্কারবরো। প্রবেশ মূল্য ১০ ডলার।

কবিতায়,আবৃত্তি তে নিমগ্ন থাকা, দিলারা নাহার বাবু জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি থেকে ফিলোসফি-তে মাস্টার্স পাশাপাশি সংস্কৃতিক অঙ্গনে জড়িত ছিলেন ওতোপ্রোত ভাবে। ঢাকাতে বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর ব্যানার্জির নেতৃত্বে “কথা” নামক আবৃত্তি গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশ রেডিও, টি এস সি , বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি ও উপস্থাপনায় জড়িত ছিলেন। টরন্টো তে কর্ম জীবনের পাশাপাশি বাবু কবিতায় একান্ত ভালোলাগা ভালোবাসা রেখে যেতে চান হোক সেটা নিজ দল অন্যস্বর টরন্টো, কিংবা নন্দন টিভিতে, অথবা এই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে।

আয়োজনটি সফল আর সুন্দর হোক, এই শুভ কামনা রইলো পরবাসী ব্লগের পক্ষ থেকে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন