প্যারিস থেকে:-

প্রবাসে মা-বাবা ভাই-বোন বিহীন যাহারা থাকেন। আপনাদের অতি কাছের বন্ধু হলো আপনাদের রুমমেট ভাই, তাহার কারন হঠাৎ যদি আপনার কিছু হয়ে যায় যেমন হৃদপিন্ডে হঠাৎ আক্রমণ,ডায়াবেটিস হঠাৎ করে নিচে চলে আসা, তখন আপনাকে কে দ্রুত সাহায্য করবে সেই ব্যক্তিটি হলেন আপনাদের রুমমমেট ভাই। বিদেশে বাবা-মা চাইলে ও আপনাদেরকে সাহায্য করতে পারবেন না। তাই রুমমেট ভাইকে অতি কাছের বন্ধু ও নিকটাত্মীয় ভাবুন দয়াকরে। বাস্তবে দেখা যায় অনেক দেশে অনেক মেছে অনেকে রুমমেট ভাইয়ের সাথে দিনের পর দিন কেউ কারও সাথে কথা বলেন না। এমন কি ঈদের দিনও না , ইহা সত্যিই অনেক দুঃখজনক ঘটনা বাঙ্গালী সমাজে। তাই

আসুন আজ থেকে বদলে যাই সবাই, কার মৃত্যু কখন আসে কেউ বলতে পারবেন না। গতকাল কবির চৌধুরী ভাইকে হারিয়েছি। আল্লা ওনাকে মাফ করুন আমিন।

kabir

কবির চৌধুরী ভাইকে আমি ব্যক্তিগত ভাবে চিনি, প্যারিসে অনেক অফিসিয়াল কাজে আমি সাহায্য করেছিলাম। বড় ভালো মানুষ ছিলেন অনেক প্রতিভা ছিল কবির ভাইয়ের। সমাজের কিছু মানুষের কাছ থেকে মনে ভীষন আঘাত নিয়ে নীরবে চলে গেলেন ভাইটি। আমি মহান আল্লাহতালার কাছে কবির ভাইয়ের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি। আমিন.. আমিন ..আমিন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন