“আলো দিয়ে যাই” – স্লোগানটি সামনে নিয়ে গত শুক্রবার ২০মে টরন্টোর ডানফোর্থের গোল্ডেন এজ সেন্টারে আত্মপ্রকাশ করলো একটু ব্যাতিক্রমধর্মী সামাজিক সংগঠন। একটি নতুন ধারার ব্যাতিক্রমধর্মী কর্মকান্ডের প্রতিশ্রুতির অঙ্গীকার করে গেলেন তারা। তবে সংগঠনটির কর্ম কাণ্ডের কোনো বিস্তারিত কর্মসূচি এখন পর্যন্ত তারা দেন নি।

জামিল বিন খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় এবং মঞ্চে ৮ জন আলোক কর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। তাদের কর্মকান্ড মোট ৪ স্তরে কাজ করবে। প্রথম স্তর ৩ জন আলোক অভিভাবক, দ্বিতীয় স্তর ৫ জন আলোক শুভার্থী, তৃতীয় স্তরে থাকছেন ১১জন আলোক কৰ্মী – যারা মাঠ পর্যায়ে কাজ করবেন । সর্বশেষ স্তর আলোক পরিবার, সময়ের সাথে সাথে যারা যুক্ত হবেন সংগঠনটির সাথে । সংগঠনটির মূল উদ্দেশ্যে সমাজের বিভিন্ন স্থান থাকে আলো সংগ্রহ করে ছড়িয়ে দেয়া সবার মাঝে।
কমুনিটির বিশিষ্ট সুধীজনেরা উপস্থিত ছিলেন এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন