গত শনিবার ২১মে ২০২২ , টরন্টোর ডানফোর্থে অবস্থিত এক্সেস পয়েন্টে আয়োজিত হলো BGGT র বিনা মূল্যে চারা বিতরণ অনুষ্ঠান। এই ফেসবুক গ্রুপের প্রায় ২০০ সদস্য প্রাক নিবন্ধনের মাধ্যমে তাদের চারা সংগ্রহ করেন। সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই বিতরণ অনুষ্ঠানটি চলে। মাঝে কিছুটা সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও তা চারা সংগ্রহকারীদের জন্য কোনো রকম বাধা সৃস্টি করতে পারিনি। ঝড় বৃষ্টি অপেক্ষা করেও তারা চারা সংগ্রহ করেছেন। সবাইকে ৬টি করে চারা দেয়া হয়েছে। সিম-বাসনা, লাউ-শান্তনা, চালকুমড়া-বিজয়া, মরিচ-চারাপিটা, বেগুন-সাদা লম্বা ও চিচিঙ্গা-সাধনা। প্রতিটি জাত কানাডায় উন্নীত ও বীজ কানাডায় উৎপাদিত। অত্যন্ত সুশৃঙ্খল ব্যাবস্থার মাধ্যমে সবাই চারা সংগ্রহ করেছেন।

সকল ব্যাস্ততার মাঝেও প্রধান অতিথি হিসাবে উপস্থিন ছিলেন প্রাদেশিক সংসদের এম পি পি ডলি বেগম। অনুষ্ঠানটির বিশেষ অতিথি ছিলেন এক্সেস পয়েন্টার জনাব রেজওয়ান করিম অনিক। সম্মানিত অতিথি ছিলেন মাসুমা আলম চামেলী। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতায় ছিলেন বেশ কয়েকজন তরুণ সেচ্ছাসেবক এবং আরো অনেকেই । মিডিয়া থেকে উপস্থিত ছিলেন টরোন্টোর নন্দন টিভি। অনুষ্ঠানটি সম্বনয় করেছেন জনাব ওয়ারিশ আব্দুল আর সার্বিক তত্তবধানে জনাব কামাল মুস্তফা হিমু।

চারা বিতরণের ছবির জন্য ক্লিক করুন – চারা বিতরণ

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন