করোনা কালীন বিধিনিষেধ ও করোনা উত্তর সময়ে বরাদ্দকৃত কোনো নিদিষ্ট জায়গা না থাকার কারণে গত ৩ বছর টরন্টো বাংলা স্কুলের কার্যক্রম শুধুমাত্র অনলাইন ভিত্তিক ছিলো। কিন্তু আগামী শনিবার ২৩ সেপ্টেম্বর থেকে অনলাইনের পাশাপাশি শ্রেনীকক্ষে নিয়মিত ভাবে শুরু হতে যাচ্ছে বাংলা স্কুলের ক্লাস। দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত চলবে এই কার্যক্রম। দুই ঘন্টার এই বাংলা ক্লাস চলবে ডেন্টোনিয়া পার্কের “ডেন্টোনিয়া ক্লাব হাউস ” এ , প্রতি শনিবার। একই সাথে অনলাইন ক্লাসের কার্যক্রম ও চালু থাকবে। HSDN এর পক্ষ থেকে জনাব জান্নাতুল ইসলাম ডালিম এই বিষয়টি জানিয়েছেন।
গতকাল শনিবার দুপুর ১টায় ডেন্টোনিয়া পার্কের “ডেন্টোনিয়া ক্লাব হাউস “এ, স্কুলের কার্যপরিষদ ও উপস্থিত অভিবাবক / স্কুলের সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। এখানে উল্লেখ করা যেতে পারে টরন্টো বাংলা স্কুল HSDN আর একটি প্রকল্প। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশী- কানাডিয়ান কমিউনিটি সার্ভিস (BCS) এর নির্বাহী পরিচালক ডঃ নাসিমা আক্তার। (স্কুলের বিষয় বিস্তারিত জানার জন্য ইমেইল করুন [email protected])
পরবাসী ব্লগ পরিবারের পক্ষ থেকে টরন্টো বাংলা স্কুলের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।