এক ম্যাচ হাতে রেখেই হেসে খেলে আজকের খেলায় বিশাল জয়ের মধ্যে দিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।
বৃষ্টি–বিঘ্নিত এ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ পুরো ৫০ ওভার টিকতে না পেরে ৪৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রানের এক মামুলি টার্গেট বেঁধে দেয় লংকান টাইগারদের। এই টার্গেট ছুঁতেই রয়েল বেঙ্গল টাইগারদের আগুন ঝরানো বোলিংয়ে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কানরা।
বাংলাদেশের ইনিংসে আগের ম্যাচের মতো আবারো সেই দুই ভায়রাভাই মুশফিক ও মাহমুদুল্লাহর বড় ইনিংসে মোটামুটি একটি সম্মানজনক রানের স্কোর করে বাংলাদেশ। গতবারের মতো আজকের ম্যাচেও হেসে ওঠেনি তামিম, সাকিবের ব্যাট। তামিম মাত্র ১৫ রানে ফিরলেও সাকিব ফিরে যান শূন্য রানে। শূন্য রানে ফেরেন আরো দুই জন বাংলাদেশের ব্যাডস ম্যান, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বলার শরিফুল। মুশফিক করেন বীরোচিত ১২৭ বলে ১২৫, যেখানে একটিও রিস্কি শট না খেলে ১০ টি দৃষ্টিনন্দন ৪ এর মাধ্যমে তুলে নেন আরেকটি সেঞ্চুরি। ভায়রা ভাই মাহমুদুল্লাহ খেলেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান ৫৮ বলে ৪১
পরে ব্যাড করতে নেমে বাংলাদেশের পাঁচ বোলারের সামনে কাঁপতে থাকে শ্রীলংকান ব্যাডস ম্যান রা । শ্রীলংকান ইনিংসে সর্বোচ্চ ২৪ রান এসেছে দানুস্কা গুনাতিলকার ব্যাট থেকে। একে একে বিদায় নেন নামি দামি শ্রীলংকান ব্যাডস ম্যান। ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ (৩/২৮) ও মোস্তাফিজুর রহমান (৩/১৬)। ব্যাড হাতে কিছু না করতে পারলেও ৩৮ রানে ২ উইকেট নেন সাকিব আল হাসান।
বাংলাদেশের ইনিংসে কয়েকবার বৃষ্টি হানা দিলেও পরে শ্রীলঙ্কার ইনিংসে ৩৮তম ওভার শেষে আবারও বৃষ্টি নামায় বন্ধ হয়েছিল। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯ উইকেটে ১২৬। ডি/এল নিয়মে খেলা ৪০ ওভারে নামিয়ে এনে বাকি ২ ওভারে জয়ের জন্য ১১৯ রানের অসম্ভব লক্ষ্য বেঁধে দেওয়া হয় শ্রীলঙ্কাকে। এই ২ ওভারে ১৫ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। ম্যাচের ফলাফল শ্রীলংকাকে ১০৩ রানে শোচনীয়ভাবে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখে এই প্রথম শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতে নিলো রয়েল বেঙ্গলল টাইগারেরা। ম্যাচ সেরা পুরস্কার পান বগুড়ার সোল মুশফিকুর রহিম ।
শুক্রবার শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নিয়ম রক্ষার তৃতীয় ও শেষ ওয়ানডে।
(ছবিঃ- সৌজন্যে cricinfo)