উপরের দুটি ভিডিও টরোন্টোর ওল্ড মিলের কাছে Humber River থেকে রেকর্ড করা। এই নদীটি লেক ওন্টারিওতে পড়েছে আর সালমোনগুলি ওই লেক থেকে উঠে আসে আপস্ট্রিম এর দিকে। এরা ঠিক বছরের এই সময়টাতে সমুদ্র এবং লেক থেকে অল্প পানির নদীর দিকে চলে আসে ডিম্ পাড়ার জন্য, তারপর তারা এখানেই মারা যায়। ভিডিওটি গত মঙ্গলবারে তোলা তবে এখনো কিছু কিছু দেখা যাবে। Humber River, Credit Valley, Highland Creek এগুলি সবই লেক পড়েছে তাই লেক থেকে সালমোনগুলি উপরের দিকে উঠে যায় স্রোতের উল্টো দিকে। এসব জায়গায় গেলে আপনি এদের যাত্রা দেখতে পারবেন, খুবই সুন্দর দৃশ্য। আপনি নদীর মাজে খুব অল্প পানিতে দাঁড়ালে দেখবেন আপনার পায়ের কাছ থেকে বড়ো বড়ো মাছ আপস্ট্রিম এর দিকে চলে জাস্ছে। আপনি ছিফ ফেলে ধরতে পারবেন কিন্তু হাতে, জাল দিয়ে বা কুপিয়ে ধরতে পারবেন না। আর এগুলি ধরে খেতে খুব ভালো লাগবে না কারণ এরা এদের জীবনের শেষ প্রান্তে তাই এগুলি দেখা এবং ছিফ দিয়ে ধরে ছেড়ে দিয়েই মজা পাওয়া যায় বেশি। প্রকৃতির অদ্ভুত এক নিয়ম, সালমোনগুলি যখন ডিম্ পাড়ার সময় হয় তখন তারা তাদের নিজেদের জন্ম হয়েছিল যেখানে ঠিক সেখানে চলে যায় , আর এরা ডিম্ পাড়ে নদীতে কম পানিতে এবং ডিম্ পড়ার পরে মৃর্তু বোরন করে ; রেখে যায় পরবর্তী বংশধর এবং এরা চায় এদের জন্ম যেখানে হয়েছে সেখানেই তাদের বাচ্চাদের জন্ম এবং বেড়ে উঠা হোক। আস্তে আস্তে বোরো হলে ওরা চলে যাই সমুদ্রে বা লেকে। আশ্চর্য ব্যাপার ছোট বেলায় জন্ম স্থান ত্যাগ করলেও বুড়ো বয়োসে ঠিক সেখানেই চলে আসে, কিভাবে তাদের navigation মনে রাখে !

যাহোক সময় পেলে বাচ্চাদের নিয়ে ঘুরে আসুন খুব ভালো লাগবে , ওই জায়গাগুলি ছাড়াও টরোন্টোর বাইরে অনেক জায়গা আছে এগুলি দেখার জন্য।
ধন্যবাদ।
মুকুল , টরন্টো

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন