দুবাই থেকে:-

দরজার ওপাশে ভালবাসার স্বপ্ন যখন কড়া নেড়ে ডাক দিল
তখন কি ভেবেছিলাম নিদ্রাহীন কালো রাত আমার সঙ্গী হবে?
স্বপনের আঙিনায় দুবাহু খুলে তোমাকে আমার মতো করে বুকের মধ্যে
জড়িয়ে নিলাম একটু সুখের ভেলায় ভাসবো বলে।
পৃথিবীর নয়, শুধু আমার সমস্ত ভালবাসা দিয়ে তোমাকে নিজের মতো করে
সাজিয়ে নিতে চেয়েছি আপন মনে।
শ্রদ্ধা, আদর, জত্ন সবকিছুর মানে যদি ভালবাসা হয়ে থাকে তবে তোমাকে
সবকিছুই দেয়ার চেষ্টা করেছি যা কিনা কখনো মাত্রাতিরিক্ত হয়ে বার বার
আমাকে অন্ধকারে ঠেলে দিয়েছে।

বার বার সুখের সূর্যটা বাঁধার পাহাড়ের পিছনে হারিয়ে যায়,
তবুও তোমার একটু ভালবাসার ছোঁয়া পেতে নিদ্রাহীন রাত্রই আমার সঙ্গী হয়ে পাশে থাকে,
তবুও তোমাকে একটু হলেও কাছে পেতে চাই, শুধু নিজের মত করে একান্ত আমার।
এভাবেই কেটে যাচ্ছে আমার জীবনের প্রতিটি মুহূর্ত, কখনো মেঘ কখনো বৃষ্টি,
আবার কখনো ভোরের শিশির মাখা সেই সূর্যের কিরণ একটু ঝিলিক দিয়ে যায়,
তাই আরেকটি সকালের প্রতিক্ষায় বেঁচে থাকি, বেঁচে থাকি তোমার প্রতিক্ষায়।

ভালো আর মন্দের হিসেবে আমি হয়তো মন্দের পাল্লায় নিজেকে দাঁড় করাবো
কিন্তু ভালবাসার পাল্লায় আমাকে কোথায় রাখবে তুমি ?
হতে পারি আমি ও আমার মন্দের পাল্লাটা একটু ভারি কিন্তু ভালো কিংবা ভালবাসার
পাল্লাটা কখনো দেখেছ কোন দিকে ?

হাজারো কষ্ট বুকে নিয়ে তোমার মুখে একটু হাঁসি ফোটাতে চাই,
তাইতো তোমার আকাশের কষ্টের মেঘ গুলোকে আমার করে নিয়েছি বারংবার,
তবুও একটু সুখের সূর্যটার উষ্ণতা আমাকে ছুঁয়ে যাক।
দিতে চেয়েছি সেই অজানা সুখের ছোঁয়া, যার প্রতীক্ষায় কেটেছে তোমার প্রিতিটা বসন্ত,
হালকা দুটো ঠোঁটের কোণায় আনন্দের ঝিলিক মাখা সূর্যটা তোমার করে দিতে চাই,
শুধু, সুখ আর শান্তি, হাঁসি আর উল্লাস, ভালবাসা আর আদর দিয়ে
তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে সাজিয়ে দিতে চাই,
আর সারাটি জীবন বুকের মধ্যে আঁকড়ে ধরে ভালবাসার চাদর জড়িয়ে চিৎকার করে বলতে চাই,
ভালবাসি ভালবাসি ভালবাসি, শুধু তোমাকে ভালবাসি-জোনাকি।

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন