মুম্বাই থেকে:-

আমি একটা সিঁড়ি খুঁজছি।
দেওয়াল টপকে আকাশের কোঠায় যাওয়ার জন্য নয়।
আমি একটা সিঁড়ি খুঁজছি
বিস্তীর্ণ স্থাপত্যের ঝুল বারান্দায় দাঁড়িয়ে থাকার জন্য নয়।
আরও নীচে নামতে চাই
মাটির শিকড় ছুঁতে চাই
দিগন্ত প্লাবিত মাটির গন্ধে দু’দণ্ড জিরিয়ে কবিতা লিখতে চাই
কতটা তলে তলিয়ে গেলে মানুষ হতে পারি
কতটা উচ্চতা নামিয়ে পাথর ভাঙতে পারি
শ্রমের আনন্দে শরীর চাঙ্গার রঙে রাঙতে পারি।

চাইনা দুর্গা দুর্গা নামে ঠোঁট বাজিয়ে
শক্তির দুর্গতোরণ হাসিল করতে।
চাইনা হাতে ভিক্ষের ঝুলি বাড়িয়ে
ক্ষতের সুখবরণ দিন হাসিল করতে।

আমি শুধু একটা সিঁড়ি খুঁজছি…
উঁচু স্থাপত্যের গরিমার পাঁজর তছনছ করে
স্থাপত্যের বিলাসিতার শোকেস থেকে বার করে
ঈশ্বর পরমেশ্বরকে মাটিতে নামিয়ে বলতে পারি
ঈশ্বর এবার খেটে খা। মানুষ হয়ে যা
শ্রমের দু’হাত তুলে অরণ্যটবে জল দে
শিকড়ে শিকড় লাগুক মৃত্তিকার কলেবরে।

 

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন