মাছ শিকারে গিয়েছি ফিফটি সিসি হোন্ডায় চড়ে
ভোর রাতে গিয়েছি পাখি শিকারে
আব্বার সাথে
ডাক্তার ওয়ালিউল্লাহর ধানমন্ডির বাসা থেকে ফিরেছি শীতের রাত বারোটার পর হোন্ডায় তাঁর পিছনে বসে
বলেছেন বারবার – অই ঘুমাইছত, আমারে ঠাইসসা ধরিস।

রাত তিনটায় রুমীর বাসর ঘর থেকে ফিরার পথে
বৃষ্টি মাথায় করে কাক ভেজা হয়ে হেঁটে আসি পুরাটা পথ
বৃষ্টিস্নাত রাতে বিদ্যুৎ চমকালে দেখি
অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আছেন তিনি
আমার অপেক্ষায়,
জ্বর হলে বলতেন – আমার গায়ে দুইটা লেপ দে, আমারে ঠাইসসা ধর।

ছেলে আমাকে জড়িয়ে ধরে বলে –
বাবা আই লাভ ইউ,
“সহজ কথা যায় না বলা সহজে”
ভুল করেও কখনো বলিনি – আব্বা আপনাকে ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধকানাডার গণতন্ত্র
পরবর্তী নিবন্ধভুল সবই ভুল
কামাল উদ্দিন
লেখক পরিচিতি: কামাল উদ্দিন (জন্ম: ১৯৫৮) ঢাকা বিশ্ববিদ্যালয় হতে "বাংলা সাহিত্যে" স্নাতকোত্তর (১৯৮২) সম্পন্ন করেন। ১৯৮০ সাল থেকে তিনি ফটোগ্রাফি চর্চা করেন। বেগার্ট ইনষ্টিটিউট অব ফটোগ্রাফি থেকে ডিপ্লোমা-ইন-ফটোগ্রাফি (১৯৯০) এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি'র (বিপিএস) যোগ্যতা বোর্ড থেকে ১৯৯০ সালে "সিনিয়র গ্রেড ফটোগ্রাফার" "লাইসেনসিয়েটশীপ" (এলবিপিএস) অর্জন করেন। তিনি নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা। তাঁর প্রকাশিত বই "সহজ আলোকচিত্র" ১৯৯৬ সালে প্রকাশিত হয় এবং "আলোকচিত্র সহজ ও উচ্চতর" (২০০২ সালে) ভারত হতে প্রকাশিত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগারে অবৈতনিক গ্রন্থাগারিক হিসাবে নয় বৎসর দায়িত্ব পালন করেন। তিনি বাংলা একাডেমীর জীবন সদস্য। " কামাল হাসান" ছদ্মনামে সাহিত্য চর্চা করেন। তিনি "কথন" আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও এক বৎসর সভাপতির দায়িত্ব পালন করেন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন