শুভঙ্কর আসেনি
কথা ছিলো সে আসবে
কিন্তু—
আসেনি!

দিনভর যে মেঘ আজ আকাশে ভেসেছে, তা বৃষ্টি আনেনি
শুভঙ্কর এখন বৃষ্টি বিহীন মেঘ
শুভঙ্কর এখনো আদিম অনুর্বর তামাটে মাটিতে সবুজের অলীক স্বপ্ন
শুভঙ্কর বৃদ্ধ ফজর আলীর উপোসী দাওয়ায় এক ভোর পান্তার স্বচ্ছলতা
শুভঙ্কর আসেনি
শুভঙ্কর আসবে না!

রক্তের এক সাগর পাড়ি দিয়ে তীরে আসতে আসতে—
শুভঙ্করকে ফের খেয়ে ফেললো একদল দেশীয় হাঙর
শুভঙ্কর এখন তাই—
ছোট্ট এই বদ্বীপে উঠতে উঠতে ডুবে যাওয়া এক প্রয়াত ঊষার নাম
সালাম, বরকত, রফিক জব্বারের ’৫২ এ ফোঁটা মৃত স্বপ্নের নাম
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এক ভূখণ্ডের স্বাধীনতার নাম
শুভঙ্কর এখন—
পঙ্গু মুক্তিযোদ্ধার কৃশকায় উঠোনে এক বিমর্ষ সন্ধ্যার এপিটাফের নাম!
তোমরা কি কেউ কোথাও দেখেছিলে শুভঙ্করকে!?

একদল অতি বুভুক্ষু হাঙর—
এখন শুধু মৃত শুভঙ্করের ভস্মে রঙ মেখে আকাশে উড়ায়!
আর—
কিছু পেট মোটা পন্ডিত, তাই দেখে ঘোর মশগুলে তালিয়া বাজায়!!

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন