পত্রিকার প্রথম পৃষ্ঠায় তোর নামটা দেখে চমকে উঠলাম
এতো দিনে তোর একান্ত একটা ইচ্ছে পূরণ হলো
কিন্তু যেভাবে চাইতি ঠিক সেভাবে না
একটু অন্যভাবে
ছোট বেলা থেকে তুই তোর বাবাকে বলতি
দেখো একদিন তোমার মেয়ের ছবি পত্রিকায় ছাপা হবে
তুমি গর্ব করে সবাইকে ডেকে দেখাবে
তোমার মেয়ের কৃতিত্বের কথা
সেদিন আনন্দে তোমার চোখে থাকবে দ্যূতিময় হাসি।
তোর ছবি আর খবর আজ পত্রিকার শিরনাম
বাবার চোখে ঝরছে আজ অশ্রুর বন্যা
বোবা কষ্টে তার মুখটা আজ বিষাদে নীল
সব ভাষা হারিয়ে গেছে তার মুখ থেকে
ঘৃণা আর অপমানে সে বুক চাপড়ে বলছে
ধরনী দ্বিধা হও
আমাকে তুলে নাও এই বীভৎস পৃথিবী থেকে
যেখানে জানোয়ারেরা ঝাঁপিয়ে পড়েছে
আমার ছোট্ট মেয়েটার দেহের উপর
তার দেহকে করেছে ছিন্নভিন্ন ।
আজ সাধারন মানুষ নেমে এসেছে রাস্তায়
তোর খুনী ধর্ষকদের ফাঁসির দাবিতে।
জানি একটা নির্দিষ্ট সময় পরে
সবাই ফিরে যাবে ঘরে
সবাই ভুলে যাবে তোর কথা
যেমন ভুলেছে নুসরত, তনু, সায়েমাদের কথা
ওরাও হয়েছিল পত্রিকার শিরনাম
এমন শিরনাম চাই না আর দেখতে পত্রিকায়
তোরা বেঁচে থাক আমাদের মাঝে
আমাদের কারো কন্যা, জায়া বা জননী হয়ে।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন