ধর্মের নামে মানুষ হত্যা
এটা গর্হিত কাজ,
শান্তির তরে ধর্ম সৃষ্টি
গড়তে এই সমাজ।

যে যার ধর্ম পালন করুক
নয়তো ব্যঙ্গ করা,
অস্থিরতা বাড়িয়ে কি লাভ
শান্ত থাকুক ধরা।

ত্যাগ ও ক্ষমায় জীবন গড়ি
মানুষকে ভালোবাসি,
উগ্রতা রোধে কাজ করে যাই
দুখির পাশে আসি।

সন্ত্রাসীপনা বন্ধ করো
যারা অস্ত্রবাজ,
শান্তির তরে ধর্ম সৃষ্টি
গড়তে এই সমাজ।

ধর্মের নামে বিভেদ সৃষ্টি
শৃঙ্খলা নাহি আনে,
বৈচিত্রেই সুন্দর এই
বিশ্ব সবাই জানে।

আর নয় সংঘাত কোন
আর নয় দ্বন্দ্ব,
আর নয় কোন খুন হত্যা
হানাহানি করো বন্ধ।

প্রেম দিয়ে বিশ্ব গড়ি
সমাজের দাবি আজ,
শান্তির তরে ধর্ম সৃষ্টি
গড়তে এই সমাজ।

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন