বিন্দু-বৃত্তের সম্পর্কহীন জলজ এই পরিভ্রমণ…
ঘূর্ণির বাতাসে হঠাৎ ওঠা ঝরা পাতার দীর্ঘশ্বাসের মতো জীবনের সংলাপ
নৈঃশব্দের মগ্নতায় এই রাত,
নূতন করে আত্মস্থ করে আমায় আপাদমস্তক
আমি কি ছিলাম তোমাদের কোনদিন…?
ভেজা ঘাসের ঘ্রাণে বুক ভরে বলি…
আরও কতোটা অবনত হলে তোমরা নিজেদের করে নিবে আমায়
দ্বিধাহীন…!?

দুর্বোধ্য প্রচ্ছদের এক সম্ভাষণ হয়ে আছে অবসন্ন পৃথিবীর সব মুখমন্ডল
ফুটপাতের দখল নেয়া নেড়ি কুকুর,
দেহের উপচে পড়া ক্লান্তিকে ঢেলে দেয়া,
টং দোকানের বেঞ্চিতে ঘুমন্ত কিশোর,
কুয়াশার ঘোমটায় ঝিমানো একাকী লাইট পোস্ট…
তোমরা তো এই জীবন খাতারই নিত্য দিনলিপি
কেন তবে আজ উপহাসের এক পোস্টার হয়ে ধিক্কার জানাও আমাকে…!?

মহাকাল থমকে আছে জীর্ণ দেয়ালের পেন্ডুলামে
হৃৎপিন্ডহীন কালসিটে সময়ের স্বাক্ষর…
অমার্জিত ধুলোর আস্তরণে ঢাকা পড়া ডায়েরির কালো পাতা
তুমি কেন এখনো উন্মুক্ত করে রেখেছো অসমাপ্ত এই অধ্যায়?
তোমার নির্নিমেষ দৃষ্টিতে জমে ওঠা অবিশ্বাস, আর অভিব্যক্তির শ্লেষ…
আমাকে যে খুব বেশী সন্ত্রস্ত করে রাতের এই একাগ্র নীরবতায়
আমি ঘুমোতে পারি না…!
তোমাকে তো বলেছি, কোনদিন আর শেষ হবে না ও…
কি লিখবো আমি ? কার কথা লিখবো?
আমার যে সব ভুল হয়ে যায়…!
যাকে ভেবেছি চির পরিচিত হৃদয়ের প্রতি পদ্যে, নিঃশ্বাসের প্রতি কণায়
অলীক আলোয় সে ও যে হয়ে যায় এক রহস্য সমুদ্দুর…
প্রতিদিনের শঙ্কিত যাত্রায় আমি যে তাই এখনো এক নবজাতক শিশু
ক্ষয়ে যাওয়া জীবনের রাস্তায় পথ হাঁটি একা…

একা ই…
এক সময়ের আগন্তুক….!!

______ ফরিদ তালুকদার… / অক্টোবর ৩০, ২০২০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন