***+++****++++>>
এ হৃদ তুমি দিয়েছিলে ধার,
আমি নেই নি।
নিয়েছি তোমার যতো আধাঁর।
বুঝে দ্যাখো কোথায় কি য্যান খালি খালি,
কি স্বাদে বিস্বাদে বালি বালি!
চারপাশ ঘিরে ঘুরে আমি দাঁড়িয়ে আছি!

হৃদ তুমি দিয়েছিলে ধার, আমি নেই নি!
শুধু ছুঁয়েছিলেম একবার, যতো তোমাতে আধাঁর।
বারান্দার কাছেপিঠে ঐ কামিনী ফুলের ঘ্রাণশক্তি,
আজ যে বাদল ঝরা পল্লবপুঞ্জের মতো, এক কাপ কফিতে তোমার আসক্তি!

রেনেসাঁ! যে হৃদ তুমি দিয়েছিলে ধার,
শুধু নিয়েছি তো যতো আধাঁর।
তাকিয়ে দ্যাখো এখনও কাক ভেঁজা আমার কালো সার্ট
লাইট পোস্টের মলিন আলোতে না ছোঁয়া বারিধার,
আজ চতুর্গুণ ভালোবাসা ফিরিয়েছি,
রেখে কিন্চিত তোমার হৃদ-আধাঁর।

Courtesy: Ria Juffermans
Renaissance, a college student seen once at least 25 years back. Related only name.

renesa

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন