থাকি ভাই ফুটপাতে
এপাশে গাড়ির বাতাস
ওপাশে মানুষের বাতাস
আর পয়সা ছাড়া শীতের বাতাস।
সয়ে গেছে এসব নিয়ম
সয়ে যেতে হয়
মোটা জামা হলেই চলবে
লেপ কাথা কাল্পনিক জগতে
তাই,পলিথিন গায়ে হুতাসে
যাতে, গা না কাপে বাতাসে।
ভাত চাইলে টাকা পাই
টাকা চাইলে পয়সা
কম্বল চাইলে মুখ ফিরিয়ে
মাপে নিজের রাস্তা।
থাকি ভাই ফুটপাথে
না’ই চাইলাম আর শীতের বাতাস
লাগুক একটু মানুষের বাতাস!

অঢেল ভাত হোক ঘরে ঘরে,
নাহোক মরণ ভাতের বেগরে।
মাথাপিছু গৃহহীন মানুষের মাথার উপর ছাদ হোক,
চুলো নিবে না যাক,
ভাত সেদ্ধ হোক,
মোটা জামা হোক,
মাথাপিছু ছাদ হোক,
অন্তত পেটের বন্দবস্ত হোক!

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন