বাঘ বন্দি সিংহ বন্দি
বন্দি অনেক প্রাণী
বন্দি শুধু তারাই নয়
আরো বন্দি রাণী।

বন্দি আমি বন্দি তুমি
বন্দি অনেক কিছু
অবশেষে বন্দি হল
আমার প্রাণের শিশু।

মুক্তি চাই, করতে হবে
তাইত পথে নামি
মাঠে আছে সমাজ সেবক
চিকিৎসকও জানি।

মৃত্যূ জেনেও তুমি থাকো
বন্দি ঘরের বাইরে
মা বলে -“যাসনে খোকা,
তবুও বলে -“যাইরে।”

হাজার প্রাণ বাঁচাতে গিয়ে
মা-ও এবার বাইরে
কিশোর কান্দে কিশোরী কান্দে
মা-যে আর নাইরে।

চোর বলে করি এবার
অভাবীর চাল চুরি
মা বাপ নাই বলে তাই
এতিমের ধন লুটি।

পার পাবো ভেবে তাই
ঘরে বসে থাকি
বউ বাচ্চা সবাই মিলে
এবার যদি বাঁচি।

বন্দি আবার হলাম আমি
হলাম স্বার্থপর
পরিবার হারাব বলে
আপনাকে করি পর।

এমনি করে দিন ফুরাবে
দূরে দূরে থাকার
আত্মীয়স্বজন প্রতিবেশী
মিলন হবে আবার ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন