ঐ যে আকাশটা দেখেছো—?
ওটা তোমাকে দিলাম!
তুমি যতোটা ইচ্ছে চড়ে বেড়াও
উড়ে বেড়াও মনের ডানায়
নক্ষত্র আলাপী হও তোমার সীমাহীন একাকীত্বের সময়
তোমার জীবন যন্ত্রণাকে ভুলে যেতে—
তুমি তার কথা ভাবতে থাকো নতমস্তকে
এ জন্মের নয়
তুমি পরজন্মের কথা ভাবো, স্বপ্ন দেখো ভোগের স্বর্গের!
ভয় রাখো মনে নরকের!
কিন্তু—
কোন প্রশ্ন করো না
কোন প্রশ্ন করোনা কেন আকাশেও সীমারেখা টানা হয়
চোখ খোলা রাখো নিরুদ্বেগে কিন্তু—
তুমি সীমিত করো তোমার অন্তর্দৃষ্টিকে
প্রশ্ন করোনা,
পৃথিবীকে বুভুক্ষু রেখে কেনো সেখানে মিলিয়ন ডলারের আতশবাজি হয়?
প্রশ্ন করোনা,
কেন সেখানে এখন পাখি না উড়ে মারনাস্ত্র, মিসাইল উড়ে বেড়ায়?
প্রশ্ন করোনা কেন কাল্পনিক স্বর্গের নেশায় বিভাজিত হয়ে
বর্তমানের পৃথিবীকে নরক বানানো হয়!?

মনে রেখো তোমাকে জীবন দেয়া হয়েছে মেপে মেপে!
আকাশ-মাটির তরঙ্গটা বেশ জটিল
ওটা তুমি বুঝতে যেও না
তোমাকে যা খেতে দেয়া হচ্ছে শুধু খেয়ে যাও
যা শুনতে দেয়া হচ্ছে শুধু শুনে যাও!

এই যে তোমাকে কলম দেয়া হলো,
দেয়া হয়েছে কাগজ ও কালি তুমি লিখতে পারো
কিন্তু তোমাকে বেঁধে দেয়া গণ্ডীকে তুমি অতিক্রম করোনা
ওটার বাইরে গেলেই তোমার কলমে ঘন্টি বেজে উঠবে
প্রয়োজনে কেড়ে নেয়া হবে তোমার কলম!
তুমি হলে শিশু
বুঝলে—
তুমি হলে কোমড়ের কাইতানে ঘুঙুরের ঘন্টি বেঁধে দেয়া শিশু
তোমাকে খেলতে দেয়া হয়েছে
তুমি খেলবে, কিন্তু সীমার মাঝে
তোমাকে যে ছক বেঁধে দেয়া হয়েছে তার মাঝে তুমি খেলবে
তুমি এক্কাদোক্কা, দাঁড়িয়াবাঁধার নিয়ম জানোতো?
ঘরের বাইরে যেতে পারবে না!
খেলতে খেলতে তুমি ঘুমিয়ে পড়বে ঐ ঘরেই
কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে ই তুমি খেলবে
ওটাই আমাদের বেশী পছন্দ
কিন্তু—
কোন প্রশ্ন করো না😡

তোমাকে সব পাজল (Puzzle) মিলাতে হবে না
তাতেই আমরা বেশী খুশী
তখনই তুমি সুবোধ আমাদের অভিধানে!
এর বাইরে গেলেই তুমি বিদ্রোহী
বিদ্রোহ আমাদের পছন্দ নয় মোটেই– জানো তো?
মনে রেখো পাজল (Puzzle) এ ভুল ধরার জন্যে ওটা তোমাকে দেয়া হয়নি
ওটা আমরাই শুধরে নেবো সময় এবং প্রয়োজন মতো
তুমি শুধু খেলবে, যতোটুকু তোমার বরাদ্দ তার সীমায়ই কেবল খেলবে
বুঝতে শেখো—
যা তুমি পেয়েছো তা আমরাই তোমাকে দিয়েছি
ঠিক করুণা না হলেও প্রায় ঐ রকমই ধরে নিতে পারো
ভাবতে যেয়ো না এটা তোমার অধিকার!

তোমাকে কন্ঠ দেয়া হয়েছে, তুমি গাইবে
তুমি গাইবে আমাদের সন্তুষ্টির জন্যে বেঁধে দেয়া স্বরলিপিতে
তুমি গাইবে ঈশ্বর আর ঈশ্বরদের সন্তুষ্টির জন্যে
হামদ, নাতের মতো করে গাইবে!
তুমি ঠিকঠাক জেনে নিও তোমার কন্ঠের উত্থান পতনের সীমা
জেনে নিও তার শব্দমালা
তুমি গাইবে আমাদের নির্দেশিত পথে
মনে রেখো এর বাইরে কিছু হলে
তোমার কন্ঠকে রুদ্ধ করে দেয়া হবে চিরতরে!

শিশু—
তুমি এখন খেলে যাও!

সবটা না হলেও অনেকটাই বুঝলাম আমি
একটা নিয়ম, একটা কৌশল আর—
একটা স্বার্থেরই অনেক রূপ!
এবং এ ও বুঝেছি—
আমি প্রকৃতপক্ষে শিশু ও নই
তাহলে আমার বেড়ে ওঠার অধিকার থাকতো🤔

আসলে আমি হলাম—“একটা পাপেট” (Puppet)
আর এই পৃথিবীটা হলো পাপেট (Puppet) প্রদর্শনীর এক মঞ্চ!!

১ মন্তব্য

  1. Amazing

    এ জন্মের নয়
    তুমি পরজন্মের কথা ভাবো, স্বপ্ন দেখো ভোগের স্বর্গের!
    ভয় রাখো মনে নরকের!
    কিন্তু—
    কোন প্রশ্ন করো না
    কোন প্রশ্ন করোনা কেন আকাশেও সীমারেখা টানা হয়
    চোখ খোলা রাখো নিরুদ্বেগে কিন্তু—
    তুমি সীমিত করো তোমার অন্তর্দৃষ্টিকে
    প্রশ্ন করোনা,
    পৃথিবীকে বুভুক্ষু রেখে কেনো সেখানে মিলিয়ন ডলারের আতশবাজি হয়?
    প্রশ্ন করোনা,
    কেন সেখানে এখন পাখি না উড়ে মারনাস্ত্র, মিসাইল উড়ে বেড়ায়?
    প্রশ্ন করোনা কেন কাল্পনিক স্বর্গের নেশায় বিভাজিত হয়ে
    বর্তমানের পৃথিবীকে নরক বানানো হয়!?

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন