বঙ্গবন্ধু, জাতির পিতা তোমাকে দেখেছি
বইয়ের পৃষ্ঠায় , টিভির পর্দায়
সাদা কাল ছবিতে
কিন্তু চোখ বন্ধ করলেই তোমাকে দেখি
৫৬০০০ বর্গমাইলের মানচিত্রে
তোমার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি
শুনে শুনে আমার বড় হওয়া
তোমার বজ্রকন্ঠের নিনাদে ফেটে পড়েছিল
বাংলাদেশের আপামর জনতা যার যা কিছু আছে তাই নিয়ে
পাকিস্তানী হায়েনাদের কবল থেকে ছিনিয়ে এনেছিল
লাল সবুজের পতাকা , স্বাধীনতা ।
এসবের আমি কিছুই দেখিনি
শৈশব থেকে একটু একটু করে শুনতে থাকা গল্পগুলো
কখন ইতিহাস হয়ে গেছে মনের অজান্তে টের পাইনি
তোমাকে ভালবেসে তাই ছুটে গেছি ধানমণ্ডির ৩২নং বাড়ীতে
দেখে এসেছি তোমার সোনার বাংলার নরপশু দানবদের
১৯৭৫ এর ১৫ই আগস্টের হত্যাযজ্ঞের স্বাক্ষর
সিড়িটা এখনো যেন ভিজে আছে তোমার রক্তে
বাড়ীটা রয়েছে ঠিক আগের মত
কিন্তু নেই কোথাও তোমার স্বজনেরা
পিতা তোমার হত্যার পর দেশের মানুষ কি এক জুজুর ভয়ে
তোমার নাম নিতে পারেনি
সাহস করে বলতে পারেনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আজ তোমার নাম ভাসছে আকাশে বাতাসে
হচ্ছে কাঙ্গালীভোজও
ঘন ঘন চোখ মুছছে ফেরেবক্ষাজের দল
এখন তোমার সোনার বাংলায় জন্ম নিয়েছে
লক্ষ লক্ষ নতুন হায়েনা
যারা সাধারন মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে
টাকার লোভে কোটি কোটি মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুমুখে
পাচার করছে লক্ষ কোটি টাকা বিদেশের ব্যাংকগুলোতে
তোমার নামে জয়ধ্বনি দিতে দিতে নির্দ্বিধায় হত্যা করছে মানুষকে
পিতা তুমি কি চেয়েছিলে এমন সোনার বাংলা চেয়েছিলে ?
জানি তুমি এমন সোনার বাংলা তোমার স্বপ্নের না
তুমি মানুষ ভালবাসতে , পাখি ভালবাসতে
ভালবাসতে ফসলের মাঠ , মেঠোপথ, জনপদ, ধুলিকনা
তাই তুমি আজো আছো সাধারণ মানুষের মণিকোঠায়
প্রতিটি নতুন ভোরে , আগামীর প্রত্যাশায়।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন