দলিত মানুষের চিৎকারে তোমাকে দেখি,
অনির্বাণ প্রান্তরে-
সাহসের শিখা হয়ে জ্বলছো,
শোষণের যাঁতাকলে তোমাকে দেখি-
মহা সংগ্রামী তুমি বীর-
বীরের শির ছুঁয়ে বলছো ।

অনাচারে ব্যাভিচারে তোমাকে দেখি,
শব্দের বুলেটে লিখেছো লাল-
বিপ্লবী মানুষের তুফান,
নিপীড়নে ক্রন্দনে তোমাকে দেখি,
দ্রোহের দরিয়ায় তুলেছো-
শিকল ভাঙার গান ।

মুক্তির মিছিলে তোমাকে দেখি,
রণক্লান্ত চির-সৈনিক তুমি-
খোদার আরশ ভেদিয়া যাও,
বঞ্চিত-পথশিশুর কান্নায় তোমাকে দেখি,
কোমল হৃদয়ের গভীরে-
অগ্নিবীণার স্ফুলিঙ্গ ছড়াও।

ধর্মের চাদরে তোমাকে দেখি,
জ্বেলেছো সব ধর্মের বাতি-
মানুষ নামের ললাট ও গাল,
প্রেমের স্পন্দনে তোমাকে দেখি,
প্রেমাস্পদে ছাপিয়ে বিশ্ব –
ছাড়িয়ে গেছো কাল মহাকাল।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন