এক।।
খাঁচায় থাকা পাখিটাও উড়তে চায়,কিছু বলতে চায়…
বলতে না পারায়,
সব কথা দীর্ঘশ্বাস হয়ে উড়ে যায়!

দুই।।
তুমি আছো মেঘে
আছো বৃষ্টিতেও,
তুমি আছো জলে
আছো হাওয়াতেও,
তুমি আছো বন্যাতে –
আছো খরাতেও।

তুমি আছো সূর্যোদয়ে
আছো সূর্যাস্তেও,
তুমি আছো নক্ষত্রে
তুমি আছো পূর্ণিমাতে
আছো অমাবস্যাতেও।

তুমি আছো চোখে-ঠোঁটে
আছো অশ্রুতে-হাসিতে।
তুমি আছো ঘুমে
আছো স্বপ্নতে আর দুঃস্বপ্নেও।

তুমি আছো আমার লাজুকতাতে,
আছো দ্বিধাতে-শঙ্কাতেও।
তুমি আছো অভিমানে,
আছো আমার কষ্টে-আনন্দতে।

তুমি আছো মনে,
আছো বাস্তব-অবাস্তব ছবিতে।
তুমি আছো কবিতা আর গানে
আছো আমার গল্পতে।

তুমি মিশে আছো সম্পূর্ণ আমাতে,
তুমিও আমায় রাখো সম্পূর্ণ তোমাতে।

তিন।।
যদি প্রকৃতি হয় আষাঢ়ের,
তবে মন কেন অসাড়!

ও আষাঢ়ি,কোথায় তোমার ইলশেগুঁড়ি?

আষাঢ়ির মন ফেটে চৌচির অভিমানী খরায়,
সে যে বসে আছে শ্রাবণের অপেক্ষায় –

যখন আসবে শ্রাবণ,
তখন অভিমান গলে হবে অবিরাম বর্ষণ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন