A merging affinity with water
জলের সাথে তোমার সখ্যতা
[ Prof. Kaiser Haque, who teaches us the platonic ideas of John Donne ]
**♦♥+++*+♥**+
এ ঠান্ডা জলে, দ্যাখি তুমি অর্ধ নিমগ্ন।
তুমি চেতনায় সুর তোল নিমিষে।
সহসাই ভেঙ্গে ফেলো তুমি ঘুম,
প্রেমিকার মন, আর ওর কাঁচের চুড়ি।

দ্বিধাহীন তুমি স্বপ্নজাল, পাল তোলা এক নৌকা;
হাওয়া ভেসে বেড়ানো দীর্ঘ চুল
করিডোরের কম্পন, আমাদের কম্পাস আর
জ্যামিতিক জটিল উপপাদ্য,
পরীক্ষায় না মিলতে গারা জটিল লগারিদম।
সেই ঠান্ডা জলে, দ্যাখি তুমি পুরোটাই মগ্ন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন