এক দশক আগে আহবায়ক মেরী রাশেদীনের হাত ধরে পথযাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্নের। একটি দশক – অনেকটা পথ পাড়ি দিয়ে বাচনিক আজ টরোন্টোর সংস্কৃতিক অঙ্গনে একটি অতি পরিচিত ও সফল নাম। এক দশক আগে যে পথচলা শুরু হয়েছিল  তা ছিল শুধু এগিয়ে যাবার। এই পথ চলার মাঝে বাচনিক জয় করে নিয়েছে শহরের সকল কবিতা ও আবৃত্তি প্রেমিকের মন। বাচনিক পরিবারের প্রতিটি সদস্যের এই সংঘটনের প্রতি তাদের ভালোবাসাই এই সাফল্যের মূলমন্ত্র ।

আগামী শনিবার ১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় দশক পূর্তির আয়োজন নিয়ে মঞ্চে আসছে বাচনিক। ১০০ ব্রিমলি রোডে অবস্থিত সেন্ট জন হেনরি নিউম্যান হাই স্কুল- এ , বাচনিকের এবারের আয়োজন  “কবিতার জোছনায় ১০ বছর”।

প্রতিটি আয়োজনের মতো আবারো একটি সফল আয়োজনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো পরবাসী ব্লগ পরিবারের পক্ষ থেকে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন