এ নদী আমার, ঐ বৃক্ষ ছিলো আমাদের বন্ধু।
এ নদী আমার নদী, এ আমাদের খাল।
এ অন্ধকার আমার আলো,
ঘন কালো আমাদের তিন বন্ধুর ভরা মাথা কেশ।
এক সাথে চলেছি দীর্ঘপথ,
“আহা ৫১১ ত্রিরত্ন, বৎস বেশ!”
আমি তুমি ও সখা – জানছি না জীবনে,
কে যুদ্ধে হারছি
না বাঁধা পড়ছি সংসার সীমান্তে?
ট্রেনে তুলছি তার নিঃশ্বাসের কিছুটা রেশ!
এ অন্ধকারের ঐ সবুজ বৃক্ষ,
ওর প্রিয় পল্লবমর্ম দিয়ে আমার কানেকানে
আশা জাগায়, বেঁচে থাকার নাম সংগ্রাম।
সেই শীতলক্ষ্যা আমার কৈশোরকালেই জানিয়ে গেছে, লড়াই করে বেঁচে থাকার নামই তো জীবন।
কার সাথে যুদ্ধ করি বলো,
তাঁরা যে স্বজনপ্রীতির সন্তান!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন