বাচনিক টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত একটি পরিচিত নাম। বিশেষ করে আবৃত্তির জগতে। মেরী  রাশেদীনের সুদক্ষ্য পরিচলনায় সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে সংগঠনটি । তবে এই কৃতিত্ব শুধুমাত্র একজনের নয়। এই সাফল্যের পিছনে রয়েছে বাচনিকের প্রতিটি সদস্যের পরিশ্রম আর একনিষ্ঠ প্রচেষ্টা। তারই ফলশ্রুতিতে বাড়ছে তার পরিধি। যুক্ত হচ্ছে নতুন নতুন সাংস্কৃতিক কর্মকান্ডের। ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে চলার জন্য সংঘটনে যুক্ত হলেন আরো ১২ জন নতুন সদস্য।

গত ১৭ জুন শুক্রবার রাত আটটায় টরোন্টোর বাংলাদেশী অধ্যুষিত এলাকা ডানফোর্থের গোল্ডেন এইজ সেন্টারে আয়োজিত হলো বাচনিকের নবীন বরণ অনুষ্ঠিত। যেখানে অভিষেক হলো ১২জন নতুন আবৃত্তিকারের। বাচনিকর পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হলো নবীনদের এবং সেই সাথে ছিল নতুনদের আবৃত্তি।

শুভ হোক নতুনের এই পথযাত্রা, সাফল্যের দ্বার আরো উন্মোচিত হোক বাচনিকের -পরবাসী ব্লগকে পক্ষ থেকে এই শুভ কামনা রইলো।

ছবির এলবামের জন্য ক্লিক করুন-ছবিতে নবীন বরণ

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন