জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিন ব্যাক্তিগত জীবনে একজন সমাজকর্মী। সময় করে নিয়মিত লেখেন। একজন বাস্তবধর্মী লেখক এবং বিষ্লেষক। ২০১৬ বা ২০১৭ সাল হবে সময়টা সঠিক মনে নেই। পরবাসী ব্লগের কোনো একটি বর্ষপূর্তি অনুষ্ঠানে পরিচয়। অনুজ বি জামান মুকুলের আমন্ত্রণে আসেন আমাদের অনুষ্ঠানে। তখন থেকে এই যোগসূত্রের সৃষ্টি। এক সময় এই প্রবাস জীবনের কিছু কঠিন বাস্তবতাকে তুলে ধরতে শুরু করলেন তার শৈল্পিক লেখনীর মধ্যে। এ ভাবেই যুক্ত হলেন পরবাসী ব্লগ পরিবারে। হোমলেস,জোসনা ম্যানসন আর স্বপ্নের ইমিগ্রেশন – ধারাবাহিক ভাবে প্রকাশিত হলো পরবাসী ব্লগে। এ ছাড়াও উনি একজন ভালো স্পোর্টস রিপোর্টার।

এবারের একুশের বই মেলায় তার লেখা ৩টি বই , হোমলেস,জোসনা ম্যানসন আর স্বপ্নের ইমিগ্রেশন প্রকাশিত হলো। তার এই সাফল্যের জন্য পরবাসী ব্লগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আগামী ২৯ এপ্রিল শনিবার “জাকারিয়া-র বই প্রকাশনা উৎসব”। টরন্টোর বাংলা পাড়ার ২৬৭০ ডানফোর্থ এভেন্যুতে, BCCS অফিসে সন্ধ্যা ৬টায় আপনি আমন্ত্রিত।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন