ফারজানা নাজ শম্পা
ব্রিটিশ কলাম্বিয়া কানাডা

বাঙালি ও বাংলার ইতিহাস ও ঐতিহ্যের পরিক্রমায়ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দূর্গা পুজো l হিন্দু ধর্মাবলম্বীদের এই  উৎসব বর্তমানে শুধুমাত্র কোন ধর্মীয় উৎসব নয় বরং তা আমাদেরআবহমান  বাংলার সংষ্কৃতির একটি  সর্বজনীয় উৎসবে পরিণত হয়েছে l ভৌগোলিক বা কোন সাংষ্কৃতিক সীমারেখা মাধ্যমে এই  উৎসবের গন্ডি টানাযায়না l আবহমান কাল ধরে ইতিহাস ও ঐতিহাসিকদের বর্ণনায় , পুরান গ্রন্থে , দুর্গা পূজা উদযাপনের দেবী মা দূর্গা সঙ্কট মোচনের ও অশুভ শক্তি বিনাশের অঙ্গীকার নিয়ে আবির্ভুত হন lকথা সাহিত্যিক অর্ঘ্যরায় চৌধুরী র দশ প্রহরণকারী জানান দেবী মা দশ দিক হতে সব অপশক্তি র অবসান ঘটিয়ে রক্ষা করেনসবাইকে l

আন্তর্জাতিক পর্যায়ে সম্প্ৰতি দূর্গা পূজা জাতিসংঘের ইউনেস্কো ‘ইন্টেন্জিবেল হেরিটেজ র ‘স্বীকৃতি দান করে বাঙালির এক শ্রেষ্ঠ উৎসব রূপে অভিষিক্ত করেছে l সারা বিশ্বে বিভিন্ন দেশের মতোই কানাডায় এবছরের দুর্গা পূজা পালনে কোন অন্যথা হয়নি , বর্ণাঢ্য ভাবে কানাডায় বিভিন্ন শহরে উদযাপিত হয়েছে দূর্গা পুজো l উদযাপনেরএই পরম্পরা  র রেশ ধরে প্রবাসী হিন্দু ধর্মালম্বী বাঙালি রা কানাডার পশ্চিমে আটলান্টিক তীরবর্তী শহর নোভা স্কোশিয়া র প্রভিন্সের রাজধানী  হ্যালিফ্যাক্স বর্ণাঢ্য আবহে আর আয়োজনে মেতেছিলেন আটলান্টিক কানাডার ঐতিহ্যবাহী “শারদীয় সোসাইটি’  শারদ আলোর ছোঁয়ায়  গত ২০ এবং ২১ এবং ২২ শে অক্টবরের ধর্মীয় রীতি ও ভাবগাম্ভীর্যের আবহে এবং উৎসবমুখর পরিবেশে দুগা পুজোর সামগ্রিক আয়োজন সুসম্পন্ন করেছে l শারদীয় সোসাইটির সকল নিবেদিত সদস্যদের অক্লান্ত ১৯ ৭৬ সাল হতে দূর্গা পুজোর উৎসব পালিত হচ্ছে l এই বছর আটলান্টিক কানাডায় ছিল ৪৭ তম পুজোর উদযাপন l হ্যালিফ্যাক্সের ৩৬ হল্যান্ড এভিনিউতে লাবার্ন রিক্রিয়েশন সেন্টারে তিনদিন ব্যাপী চলে এই বর্ণাঢ্য আয়োজন l ইস্ট এন্ড্রুজ কমিউনিটি হলের কিচেনে শারদীয় সোসাইটির নিবেদিত সব সদস্যরা ১৯ সে অক্টবর হতে তিনদিনের খাবার প্রস্তুতির পর্ব শুরু করেন এবং  সেই অনুসারে প্রায় সাতশোর অধিক নিমন্ত্রিত অতিথিদের বাঙালি ও ধর্মীয় ঘরানায় খাবারের আয়োজন করা হয় l কানাডায় প্রবাসে পুজোর আয়োজন করা হয় সপ্তাহান্তের ছুটির দিনে শনি ও রবিবারে সেই অনুসারে অক্টবরের শুক্র শনি ও রবিবারে তিনটি দিন পুজা পালনের জন্য নির্ধারিত হয় ,এই তিনদিনেই পর্যায়ক্রমে মহাসপ্তমী , অষ্টমী ও মহা নবমী , দেবী দর্শন এবং বিজয়া দশমী  পালিত হয় l

এই বছরের দুর্গা পূজা র উদ্বোধনী অনুষ্ঠানটি হালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ ২০ শে অক্টবর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন l তাঁর সাথে ছিলেন এম পি লিনা দিয়াৰ , এছাড়া হালিফ্যাক্সের কানাডার মূলধারার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা যাঁরা এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন এম এল এ কেলি রেগান এবং এম এল এ জন এ ম্যাকডোনাল্ড , তাঁরা প্রদীপ জ্বালান এবং তাঁদের আলোকদীপ্ত পবিত্র মুহূর্তে সমবেত কণ্ঠে অসাধারণ ভঙ্গিমায় গেয়ে উঠেন ‘ আগুনের পরশমনি ‘ এই গান টি l

২০ ও ২১ ,২২ তারিখে তিনদিন ধর্মীয় প্রার্থনারসব রীতি র পাশাপাশি ব্যাপী চলে বর্ণাঢ্য সাংষ্কৃতিক আয়োজন , যার অন্তর্গত ছিল ভরত নাট্যম নৃত্য , গান , দলীয় সংগীত , আবৃত্তি , নাটক ইত্যাদি l শিল্পীদের প্রাণবন্ত পরিশীলিত পরিবেশনায় ছিল বাংলা র সংষ্কৃতি ও হিন্দু ধর্মীয় রীতির এক অপুর্ব মেলবন্ধন l মহামারী কালীন বাস্তবতার প্রেক্ষাপটে একটি হাস্যরসাত্মক নাটক উপস্থাপিত হয়েছিল’ জুম আলোয় কেলেংকারী’ আর গণেশ ঠাকুর কে ঘিরে একটি বিশেষ নাটক ছিল l এবারের পুজার আরেকটি বিশেষ আকর্ষন ছিল ‘ঢাকের তালে নৃত্য ‘উপস্থাপন l

তিনদিনের পুজা আয়োজনের এই বর্ণিল সমারোহে কয়েকশো অতিথি র সমাগম ঘটে এবং বাংলাদেশের এসোসিয়েশন সহ অন্যান্য কয়েকটি কমিউনিটি সংগঠন হতে বেশ উল্লেখযোগ্য সংখ্যক অতিথি সমাগম ঘটে মুখরিত এক পরিবেশের সৃষ্টি হয় l হ্যালিফ্যাক্স সহ আটলান্টিক প্রদেশের ফ্রেড্রিকটন , মঙ্কটন , বিভিন্ন শহর হতে নিষ্ঠাবান হিন্দু ধর্মাবলম্বী অতিথির সমাবেশ ঘটে l

হালিফ্যাক্সে ১৯৭৬ সাল  হতে শারদীয় সোসাইটি সুষ্ঠু ধর্মীয় রীতি অনুসারে আটলান্টিক কানাডায় বা মেরিটাইমসে পূজা সম্পন্ন করে আসছে  l সর্বপ্রথম আয়োজন টি হয় মঙ্কটনে এবং সেই ধারাবাহিকতায় নব্বই সালের পূর্ব পর্যন্ত মঙ্কটন ,পি ই আই , হ্যালিফ্যাক্সে পর্যায়ক্রমে সুষ্ঠু ভাবে দূর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে l ১৯৯০ সালে হতে হালিফ্যাক্সে ‘মেরিটাইম  শারদীয় সোসাইটি ‘ তাঁদের নিয়মিত পূজার আয়োজন করছেনi

‘মেরিটাইম শারদীয় সোসাইটির ‘এই ঐতিহ্যবাহী সংগঠনটি মূল উদ্যোক্তা ও রূপকার ছিলেন কয়েকজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব l তাঁরা হলেন কল্যাণ অধিকারী  , শতদল দাসগুপ্ত , পার্থ গঙ্গোপাধ্যায় ,বনজ ভট্রাচার্য প্রমুখ l এই নিবেদিত ব্যক্তিবর্গের ঐকান্তিক ইচ্ছে , ধমীর্য় নিষ্ঠা , অক্লান্ত কর্মউদ্যোগে শারদীয় সোসাইটি বর্তমানের পূর্ণাঙ্গতা লাভ করে দীর্ঘ সময় ব্যাপী হিন্দু ধমীর্য় ভাবাদর্শের পূর্ণ রূপ ধরে রেখেছ শীতল আটলান্টিক তীরের কানাডার এই পূর্বের ভূখণ্ডে এই প্রান্ত l শারদীয় সোসাইটি আরো অনেক নিষ্ঠাবান নিবেদিত সদস্যের হলেন অরুন ও কবিতা দস্তিদার , অমূল্য ও পূর্ণিমা চ্যাটার্জি , দেবব্রত ও দীপ্তি ভট্রাচার্য , রামজীবন ঘোষ ও বন্দনা ঘোষ , কনক মজুমদার , শংকর দাস , অরুন ও গৌরী মুখোপাধ্যায় , প্রশান্ত ,দেবব্রত ও ছুটি রায় , তরুণ ঘোষ , ক্রিস্টিনা সামেক , বিমল দাস ও ডায়ান দাস , সানি দাসগুপ্ত ও ডলি দাসগুপ্ত , ধীমান চৌধুরী ও স্মৃতি চৌধুরী সহ আরো অনেকেই l

উল্লেখ্য যে ‘শারদীয় সোসাইটি  ‘আটলান্টিক কানাডায় সত্তর দশকে মধ্যম পর্যায়ে তাঁদের পুজোর আয়োজনের সূচনা লগ্ন হতেই  পুজা ও ধমীয় আরাধনার  পাশাপাশি নিয়মিত ভাবে বাংলা সাহিত্য সংষ্কৃতি ও ঐতিহাসিক ভাবধারার আবহে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছেন l একই সমান্তরালে সবার লেখা , নিবদ্ধ নাটিকা , গল্প স্মৃতিচারণ , পরিচিত সহ স্ব উদ্যোগে পুজার বিশেষ স্মারক পত্রিকা প্রকাশ করে আসছেন l ধর্মীয় সম্প্রীতির ও বাংলার সংষ্কৃতির আলোকে শান্তি ও সহনশীলতার আদর্শ ছড়িয়ে পড়ুক দেশে ও প্রবাস আমাদের সবার মাঝে সেই প্রতাশ্যায় সবার জন্য শারদীয় শুভেচ্ছা l আমাকে বৈচিত্রময় এই আয়োজন বিষয়ক বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহায়তা করেছেন সঞ্জয় চৌধুরী তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি l

পূর্ববর্তী নিবন্ধকিছু ভাবনা -পর্ব ৭
পরবর্তী নিবন্ধতৃতীয় বিশ্বের গণতন্ত্রের রূপ- পর্ব ৯
ফারজানা নাজ শম্পা
কানাডার হালিফ্যাক্সে স্বপরিবারে বসবাসরত ফারজানা নাজ শম্পা একজন লেখক , সংবাদ প্রতিনিধি ও অনুবাদক l নব্বই এর দশক হতে লেখালিখির সাথে সম্পৃক্ত ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ও নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় নোরাড ফেলোশীপ নিয়ে 'জেন্ডার উন্নয়ন ‘বিষয়ে এম ফিল সমাপ্ত করেন ।কর্মসূত্রে তিনি বাংলাদেশের 'দি ডেইলি ইনডিপেন্ডেন্ট ' এ সাংবাদিক ও ফিচার লেখক হিসেবে ও পরবর্তী তে নেদারল্যান্ডসের একটি গবেষনা প্রতিষ্ঠানের সহায়তা পুস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের " উইমেন ও জেন্ডার স্টাডিজ" বিভাগের একটি প্রজেক্ট অফিসিয়ালের দায়িত্বে কিছুদিন কর্মরত ছিলেন l যুগান্তর , কানাডার জনপ্রিয় পরবাসী ব্লগ , ঢাকা প্রকাশ , ভারতের র কয়েকটি অনলাইন পত্রিকায় নিয়মিত ভাবে তার লেখা প্রকাশিত হচ্ছে । ফারজানা টরেন্টোর কানাডিয়ান বাংলাদেশি নিউজ সি বি এন ২৪ এর সাথে একজন উপদেষ্টা সংবাদ প্রতিনিধি ও নিয়মিত লেখক হিসেবে সংযুক্ত আছেন । ফারজানা বর্তমানে উত্তর আমেরিকা প্রথম আলোর কানাডার আটলান্টিক সংবাদ প্রতিনিধি হিসেবে সম্পৃক্ত আছেন l তিনি সাংবাদিকতার পাশাপাশি কানাডার সাহিত্যের সাথে বাংলা সাহিত্য ও সংষ্কৃতির মেলবন্ধন স্থাপন করে দুটি দেশের লেখক ও পাঠক সমাজে ভাষাগত পরিচয় ও সাংষ্কৃতিক ভাব বিনিময়ের সুদৃঢ় ভিত্তি স্থাপনের প্রত্যয় নিয়ে তিনি বর্তমানে কানাডার মূল ধারার কয়েকজন লেখকদের বিশেষ সম্মতিক্রমে তাঁদের সাহিত্য কর্ম অনুবাদের প্রয়াস নিয়েছেন l সম্প্রতি কানাডার জনপ্রিয় কথা সাহিত্যিক ব্রুস মাযারের নির্বাচিত কবিতার সমন্বয়ে বাংলা দেশের আরো প্রকাশনী হতে তার প্রথম ভাবানুবাদ গ্রন্থ প্রকাশ পেয়েছে ,যা ২০২২ সালের অমর একুশের বই মেলায় যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে l কানাডার সাহিত্য ইতিহাসের পাশাপাশি তিনি বাংলাদশের মহান মুক্তিযুদ্ধ ,যুদ্ধশিশু ও মহিয়সী বীরাঙ্গনা নারীর জীবন, আত্মত্যাগ ইত্যাদি বিষয়ে তাঁর লেখা ও গবেষণার ক্ষেত্রকে বিস্তৃত করেছেন l তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়টি , একটি বই এর নুতন সংস্করণ জার্মানির একটি প্রকাশনা হতে প্রাকাশিত হয়েছে l

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন