করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকানোর জন্য বাংলাদেশে সমগ্র দেশব্যাপি চলছে লকডাউন। মানুষের জীবনের নিরাপত্তার জন্য এই ব্যাবস্থা। কিন্তু
যখন প্রতিদিন খেটে খাওয়া মানুষগুলোর যখন খাবারের নিশ্চয়তা নেই , তখন অনেক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নিম্নআয়ের পরিবারগুলির প্রতিদিনের খাদ্য সামগ্রী সরবরাহ করে যাচ্ছেন।
এমনি একটা সংগঠন ফরিদপুরের রাজবাড়ীর ‘উই কেয়ার’ যার সমন্বয়ক সঞ্জয় সাহা ও রকিবুদ্দিন মাসুম এবং সংগঠনের প্রধান রোকেয়া পারভীন , যিনি একজন কানাডা প্রবাসী। কানাডাতেও রোকেয়া পারভীন জড়িত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে।
এই সংগঠনটি একটি পরিবারকে ৭ থেকে ১০ দিন চলতে পারে- এই পরিমান চাল,ডাল, তেল ও আলু দিচ্ছে তারা। গতকাল পর্যন্ত এরা ৪০০ দুঃস্থ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে । আরও ২০০ পরিবারের জন্য ব্যবস্থা করা হচ্ছে বিতরণের জন্য ।

ইতিমধ্যে টরন্টো প্রবাসী অনেক বাংলাদেশী ভাই-বোনেরা রোকেয়া আপার এই প্রকণ্পের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এই সেবা মূলক প্রকল্পের জন্য রোকেয়া আপাকে অনেক ধন্যবাদ। উল্লেখ্য রোকেয়া আপা পরবাসী ব্লগের একজন সমন্বয়কারী, এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন