ফ্লোরিডা থেকে:-

দুপুরে ছোট ভাইয়ের লঙরখানায় বৃষ্টিখিচুরীর ভুড়ি ভোজন সারিয়া ইরমার জন্য অপেক্ষা করিতে করিতে নিদ্রার উদ্রেক হইল। ঘরে যাইয়া তিনটি বিড়ালের সবচেয়ে অলস মাশাকে পাশে বসাইয়া ঘুমাইয়া পড়িলাম। মাসা ঘরর ঘরর করিতে লাগিল।
বাহিরে বৃষ্টি পড়িতেছে।
বাতাস এমন ভাবে সাবধানে গাছের পাতা ছুইতেছে যাহাতে উহারা বিরক্ত বোধ না করে। এমন মধুর পরিবেশে অতি সত্ত্বর নিদ্রাদেবী আসিলেন। 
ঘন্টা ২ ঘুমাইয়াছি।
জাগিলাম ফোন বিরক্তির কারণে।
বাহিরে পুলের কাছে বৃষ্টির কয়েক ফোটা গায়ে লাগাইয়া ঘুরিয়া আসিলাম। তাহার পরে আইপেড লইয়া বসিয়া “ইরমার মধ্যবিত্ত জীবন ” নামে একটি গল্প লিখিয়া শেষ করিলাম।

আমার কন্যা “সাওয়ার ক্রাউটের ” (ম্যারনেটেড বাঁধাকপি ) স্যুপ গরম করিয়া ডিনার করিতে ডাকিল। উহার মাতা আজ হাসপাতালের রোগীদের হাতে বন্দীনি। তাহাকে ছাড়িবেনা যতক্ষণ পর্যন্ত না ইরমা বিদূরিত হইয়াছে।
স্যুপ মুখে দিতে যাইব ঠিক এমনি সময়ে করিতকর্মা ছোট ভাই ফোন করিয়া জিজ্ঞাসা করিল আমি কি করিতেছি?
বলিলাম স্যুপ খাইবো ,তাই দুই হাত ঘষিয়া প্রস্তুত হইতেছি।
আরে ধ্যুত ইলিশ মাছ, ডাল আর লাউ রাখিয়া স্যুপ খায় কোন বাঙ্গালী ?
যুক্তি অকাট্য।
কন্যাকে প্রশ্ন করিলাম , কন্যে, আমি সাওয়ার ক্রাউটের স্যুপ না খাইলে তুমি কি মনক্ষুন্ন হইবে?
ইরমার কারণে সে এমনিতেই ভীত।
কহিল না বাবা, কি হইতে কি হইয়া যায় বলা তো যায়না , তোমার যাহা খাইতে ইচ্ছা হয় তুমি খাও।
তোমার মাতা কি ইহা জানিতে পারিবে?
না , ইহা হইবে আমাদের সিক্রেট।

এমন সোনার কন্যা শুধু হ্যারিকেনের সময়ই পাওয়া যায়। জয়তু ইরমা। তুমি আমার তিনটি বিড়ালকে মানুষ করিতে পারো নাই, কিন্ত কন্যাকে বিনম্র করিয়াছো।

কারফিউর কারণে এদিক সেদিক তাকাইয়া পুলিশ না দেখিয়া ভো করিয়া দৌড় মারিলাম। আমার ছোট ভাইয়ের বৌ এমনিতেই উদার, মাঝে মাঝে এইরকম ইরমারা আসিলে সে আরও উদার হইয়া যায়। সুতরাং ইরমার সবই খারাপ এই কথা যাহারা বলে তাহারা বিশুদ্ধ নিহিলিস্ট।

ইলিশ মাছের ভোজন শেষ হইবার আগেই
সর্বশেষ খবর পাইলাম :
গানা বাজনা হইবেনা, ইরমা ঘোমটা খুলিয়া নাচিবেনা। সে কুকুরের মত ক্লান্ত হইয়া পড়িয়াছে এবং জিভ বাহির করিয়া ঘন ঘন শ্বাস লইতেছে।
তবলচিরা চলিয়া যাইতে শুরু করিয়াছে।
উইলো বাঁচিয়া আছে।
কারো কারো বাড়ীতে বিদ্যুৎ নাই তবে আমাদের রহিয়াছে।
আমার মেঝোভাবী আর ফিট হয় নাই।

ইরমার ক্ষয় ক্ষতি অনেক হইবে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানাইতেছি।

সারা দুনিয়া ব্যাপী আপনারা যাহারা আমাদের জন্য দুশ্চিন্তায় ছিলেন , ইন্ডিয়ান চ্যানেলের “সাবান অপেরা” বন্ধ করিয়া ইরমা চ্যানেল দেখিতে বাধ্য হইয়াছেন , এখন ইচ্ছা করিলে চ্যানেল ঘুরাইতে পারেন। আমরা এখন ইরমার যমজ ভাই ‘হোসে’র জন্য প্রস্তুতি লইতে শুরু করিব।

September 10,2017 রাত্র ১০টা

ছবি:-CNN

ইরমার আপডেট- ৩

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন