গত ২২ ও ২৩ জুলাই টরন্টোতে আয়োজিত হলো ১৭তম টরন্টো বাংলা বইমেলা। মেলাটির আয়োজক ছিল অন্যমেলা। দুদিনব্যাপি এই মেলায় সর্বাধিক সংখ্যক বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান গুলি অংশ গ্রহণ করেন। এবারের মেলার শ্লোগান ছিল ” বই এর বিকল্প বই’।

শনিবার ২২জুলাই সকালে শহীদ মিনার থেকে শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় ১৭তম টরন্টো বাংলা বইমেলার। সেখান থেকে শোভাযাত্রাটি টরন্টোর বাংলা পাড়া অতিক্রম করে মেলার স্থান ৯ ডজ রোডে এসে পৌঁছায় । ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রফেসর এ এক এম সাইদুল হক চৌধুরী,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি।

২২জুলাই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কনসাল জেনারেল জনাব মোহাম্মদ লুৎফর রহমান ও অন্টারিওর প্রাদেশিক সংসদের সংসদ সদস্য এমপিপি ডলি বেগম। এছাড়াও মেলায় ছিলেন শহরের বিশিষ্ট লেখক ও কবি বৃন্দ। দুইদিনব্যাপী এই মেলায় ছিল সাহিত্য বিষয়ক আলোচনা, আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান । মেলার উভয় দিনই উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষকরা গেছে।

মেলার শেষে আহবায়ক জনাব সাদী আহমেদ ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
আরো একটি সফল বাংলা বইমেলার আয়োজনের জন্য পরবাসী ব্লগ পরিবারের পক্ষ থেকে অন্যমেলার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

বইমেলার দ্বিতীয় দিনের কিছু ছবি (লিংক ক্লিক করুন )-বইমেলার ছবি

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন