নরওয়ে থেকে:-

বয়সটা যখন ১৫ ছিল। দাড়ি গোঁফের খুব ইচ্ছা হতো। কিন্তু অনেক চেষ্টায়ও সেভাবে দাড়িগোঁফ গজানো সম্ভব ছিলোনা।  আজ সময়ের ব্যবধানে না চাইলেও দাঁড়ি গোঁফ হয়। সময় আমাদের জীবনের অনেক কিছুই বদলে দেয়।   শরীর বদলায়, মন বদলায় ,  ইচ্ছারা বদলায়। আগে খুব বেশি রাশিয়ান উপন্যাস পড়তাম, পড়তাম রাশিয়ান বিপ্লবের ইতিহাস। দ্বিতীয় বিশ্ব যুদ্বের ঘটনা সম্পর্কিত বিভিন্ন ইতিহাসের বই যে কথবার পড়েছি তা নিজেও জানিনা। সমরেশ বাবু,আর রবি ঠাকুরের গল্প কিংবা কবিতার বই আমাকে কল্পনার জগতে টেনে নিয়ে যেত। জাফর ইকবালের প্রবাস জীবন নিয়ে লেখা ছুটো গল্পের বইগুলো পড়ে স্বপ্ন দেখতাম প্রবাসী হবার। দিন বদলে গেছে, এখন আর বই পড়বার সময় হয়ে উঠেনা , এখন চাইলেও সমরেশ মজুমদারের বইয়ের পাতাগুলোতে ডুবে থাকা যায়না ! বয়সের পার্থক্য, দায়িত্ব আর বাস্তবতা , কল্পনার জগৎ থেকে আমাকে অনেক দূরে নিয়ে এসেছে।   মাঝে   মাঝে খুব   ইচ্ছা করে তানভীরকে নিয়ে মোটর বাইকে সারা সিলেট শহর চষে বেড়ানোর। ইচ্ছে করে দীপক, রতিন্দ্র , বিশ্বজিৎ , অম্লান, প্রনবদের নিয়ে ওদের মেসে সারাদিন আড্ডা দিতে, রান্না করে একসাথে খেতে আর বিকেলের দিকে জিন্দাবাজারে চা খেতে যেতে। ইচ্ছা করে সপ্তাহ কিংবা মাসের শেষে আগের মতো মা ভাইবোনদের কাছে গ্রামে বেড়াতে যাবার । ইচ্ছা করে ২ টা দিন গ্রামের সবার সাথে কাটানোর। তবে সব ইচ্চাদের শেষে একটা কথাই মনে হয়। সেটা হলো সময়ের সাথে পাল্লা দেওয়া। বর্তমানের সময়টাতে গুছিয়ে বেঁচে থাকার সামর্থ অর্জন করা ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন