নরওয়ে থেকে:-

আপনারা যে যেখানে, যেভাবেই থাকুন না কেন : ভালো থাকার চেষ্টা করুন। জীবন একটাই , যে দিনগুলো চলে যায় তা কক্ষনো আর ফিরে আসেনা , তাই সময় সুযোগ হলে জীবনকে উপভুক্ত করুন, চেষ্টা করুন আপনার চারপাশটা ঘুরে দেখার , আপনজনদের সাথে ভালো কিছু সময় কাটানোর । জীবনকে উপভোগ করবার জন্য তেমন একটা টাকা পয়সার দরকার পড়েনা, আপনার ইচ্ছা শক্তি আর মানুষিকতাটাই এর জন্য সবচেয়ে বড়ো দরকার। ইচ্ছা শক্তি না থাকলে নিউ ইয়র্কের মতো জনবহুল শহরেও আপনি নিজেকে একাকী অসহায় মনে করতে পারেন। আর আরেকটা কথা ,জীবনে পরিপূর্ণ ভাবে সুখী হওয়া প্রায় অসম্ভব এবং পরিপূর্ণ সুখী আছেন এমন কাউকে আজ পর্যন্ত দেখিনি। তাই অহেতুক পরিপূর্ণতার চেষ্টা করে বৃথা সময় নষ্ট না করে মুটামুটি সাজানো গুছানো একটা জীবন পার করে দিতে পারলেই ভালো হয়।
ভালো থাকবার প্রত্যয় নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠুন, নিজের সাধ্য মতো পরিশ্রম করুন। সোঁনার হরিণ হয়তোবা ধরতে পারবেন না , তবে হে, সব ঠিক ঠাক থাকলে সুখী সুন্দর একটা জীবন পাবেন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন