নরওয়ে থেকে:-

৩৪ বৎসরের পথ চলা শেষে ৩৫সের দ্বারপ্রান্তে এসে ঠেকেছে জীবন.
আমরা ভ্রমর কালো চুল জুড়ে আজ শুভ্রতার লীলাখেলা –
নাটকীয় এ জীবন জুড়ে হেঁটেছি অনেকটা পথ,,
দেখেছি সভ্যতা…দেখেছি জনপদ,
গড়েছি সম্পর্ক কত, সময়ের পট পরিবর্তনে দেখেছিও তার বিবর্তণ।
ফেলে আসা দিনগুলো জুড়ে অনেকেই ছিল.. তবে বেলা শেষে কেউ কথা রাখেনি আর।
বাস্তবতায় ভরা এই পৃথিবিতে সবাই যে যার মতো স্বার্থপর আমরা ,,
মাঝ পথে শুধু রক্ত, বন্দুত্ব আর আত্বিয়তার আবহে সময়ের অপচয় ।
মাঝরাতে ঘুম ভেঙে গেলে, কারো জন্য মন খারাপ হয়না আর।
আমার খোলা জানালায় দাঁড়িয়ে উপর থেকে পুরোটা ম্যান্ডাল শহর দেখি,
সিগারেটের ধুঁয়ায় কষ্ট গুলো তারাভরা রাতের আকাশে ছড়িয়ে দেই !!
সকালের শুরু থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততায় দিন কেটে যায় আমার।
নরওয়ের বুক জুড়ে স্বপ্ন বুনি।
অন্ধ অমানুষদের থেকে অনেক অনেক দূরে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন- , সুখে থাকার স্বপ্ন।
অমানুষদের থেকে দূরে সরে জড়ো বস্তূর মাঝে সুখ খুঁজি।
টেসলা স ৭৫ , কিংবা আউডি ৬ মডেলের গাড়ির স্বপ্ন আমাকে বিভুর করে রাখে,,
ভদকা, টাকিলার নেশায় বুদ্ হয়ে থাকতে ইচ্ছা করে রাতভর,
যদিও জীবনের ব্যাস্ততায় কিছুই করা হয়ে উঠেনা তার ।
জানি বেলা শেষে হয়তোবা সবই হবে একদিন।
হয়তোবা মনে পড়বেনা সেই সব স্বার্থপর অমানুষদের কথা। দিনশেষে যারা কথা রাখেনি আর।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন