ক্রিস্টিয়ানস্যান্ড, নরওয়ে থেকে:

নরওয়ে, ডেনমর্ক কিংবা সুইডেন কোন দেশই কৃষির উপর নির্ভরশীল দেশ না, এসকল দেশের মোট কৃষি জমির পরিমান খুবই কম এবং এসকল দেশগুলো তাদের কৃষি পণ্য পৃথিবীর অন্নান্ন দেশ থেকে কিনে নিয়ে আনে। তাই এসকল দেশে কৃষি কাজে কিংবা সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার কোনো প্রশ্নই উঠেনা। গত কয়েকদিন ধরে ইউটিউব এবং ফেইসবুকের মাধ্যমে সম্পূর্ণ ভুল তত্ত্ব প্রচার করে এক শ্রেণীর দালাল এবং ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীরা বাংলাদেশের তরুণ তরুণীদের সর্বশ্রান্ত করার পাঁয়তারায় মত্ত।

ভুলেও এদের ফাঁদে পা দেবেন না।
দেশ বিদেশে অনেক ছেলে আছে যারা নরওয়েতে থাকেও না এবং যাদের সাথে নরওয়ের কোনো রকমের সম্পৃক্ততা নাই, তাহারা ইউটিউব এবং বিভিন্ন ব্লগে লিখা লিখির মাধ্যমে এ ব্যাপারটাকে বিশেষ করে প্রচার করে যাচ্ছে। মনে রাখবেন, যে কোনো অপপ্রচারের পেছনে কোন না কোনো দুরভিসন্ধি থেকেই থাকে। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের নিজেরদের বুদ্ধি খাটিয়ে সব ধরণের দালালদের কাছ থেকে নিজেদের জীবন এবং বাবা মায়ের কষ্টার্জিত টাকা পয়সাগুলো নষ্ট করা থেকে বিরত থাকবেন। ভালো করে লিখা পড়া করুন , নিজ মেধা খাটিয়ে একদিন না একদিন দেশ বিদেশে যে কোনো একটা কাজ ম্যানেজ করে নিতে পারবেন, আপনিও ভালো থাকবেন। আপনার পরিবারও সুখী হবেন। সবার জন্য শুভ কামনা রইলো।

শুভেচ্ছান্তে
শরীফ সাদর
চেয়ারম্যান, বাংলাদেশী কমিউনিটি ইন ক্রিস্টিয়ানস্যান্ড, নরওয়ে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন