দুবাই থেকে:-

কষ্টের মেঘগুলোকে ভালোবাসার আদর দিয়ে সরিয়ে দিলেই
নীলাকাশটাকে দেখতে পাবে,
সেই নীলাকাশের মাঝে লুকিয়ে আছো তুমি, সে তুমিই আমার চাঁদ।

দুঃখের মেঘাচ্ছন্য ভাবনা গুলো ছুঁড়ে ফেলে দেখ,
সুখের বার্তা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে।

ভালোবাসো বলে ভালোবাসি তা নয়, ভালোলাগে তাইতো ভালোবাসি।

ভাললাগা না থাকলে কি প্রণয়ের সুর বাজে কখনো ?
প্রণয়ের সুর যখন দুটো প্রাণে বাজে তখন একটু কস্ট,
একটু বেদনা বা কিছুটা অন্ধকার সেই নীলাকাশকে কালো করে দিতেই পারে, তাতে কি?
আমার ভালোবাসার আলোয় সে কালো মেঘটাকে সরিয়ে
তোমার চাঁদমুখ আমিতো দেখবোই।

ভালোবাসি তাই ভালোবাসো …. না সে বিতর্কে আর যাবোনা,
শুধু বলবো অন্ধকারের আর কষ্টের গ্লানি মুছে ভালোবাসার নীল সাগরে দুজনে সাঁতার কাটি।

ভালো থাকুক জোনাকি ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন