প্যারিস থেকে:-

প্রেমের চিঠি লিখে ইমেল আর ফেসবুকের ইনবক্স মেসেঞ্জার, ইমো, ভাইবার, এর মাধ্যমে মিনিটের মধ্যে আদান-প্রধান হয়ে যাচ্ছে প্রেম পএ। মেয়ের অথবা ছেলের বাবা-মা বড় ভাই বড় বোন কেউ কিছুই জানতে পারেন না। কি ভাবে পরিবারের আদরের একজন নষ্টের পথে এগিয়ে যাচ্ছে আমাদের সময়ে পথম প্রেম পএ হাতে তুলে দিতে গিয়ে হাত পা ভয়ে গুটিয়ে আসতো যদি কারও হাতে প্রেম পএ পড়ে যায়। যদি কেউ দেখে ফেলেন তবে আমাকে বুঝি শেষ করে দিবেন মাধবীর বাবা-মা অথবা বড় ভাইয়েরা। যুগ যতোবেশী আধুনিক হচ্ছে মানুষ ততোবেশী খারাপ হচ্ছে প্রযুক্তির কল্যাণে তাই পরিবারকে দায়িত্ব নিতে হবে যাহাতে আপনার ছেলে অথবা মেয়ে প্রযুক্তির কল্যাণে যাহাতে নষ্ট না হয়ে যায়। ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিত্সা করে রোগীকে কিছুদিন বাচিয়ে রাখা যায়। বর্তমান সমাজে অভিবাবক আপনাদের ছেলে-মেয়েদেরকে ভালোবাসা ও প্রেমের ক্যান্সার থেকে বাচিয়ে রাখতে হবে। তাহাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যেই সব বাবা-মায়ের মধ্যেই শুভ বুদ্ধির উদোয় হোক এই প্রত্যাশা।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন