কিছু কিছু মেয়ে আছে অভিমান করে থাকবে,
একা একা কষ্ট পাবে তাও কাউকে বলবেনা।
বললে যদি কষ্ট কমে যায়!কষ্ট পুষে রাখে তারা।
কেউ শুনলে বলে, ‘কি হবে? ঠিক আছি আমি।’
তাদের এই অভিমানের ব্যাপারগুলো তারা লুকিয়ে রাখে।
মিথ্যে হাসি নামক প্যাটার্ন লকের আড়ালে।

মজার ব্যাপার হলো তাদের এই প্যাটার্নটা আনলক করার ক্ষমতা কেউ একজনের হাতে থাকে।
সেই মানুষটা চাইলেই লক খুলে অভিমানটা মুছে ফেলতে পারে।
তাকে এই ক্ষমতা অজানা কারনে কোনএকদিনে দেয়া হয়ে যায়।
অবশ্য একদিনে নাহ,
অল্প করে দিতে দিতে একসময় পুরোটায় দেয়া হয়ে যায়।
তখন বিচিত্র কারনে অভিমানী মানুষটা অপেক্ষায় থাকে
সেই একমাত্র মানুষটার যে এসে বলবে,
এই মেয়ে তোমার এত অভিমান কেন?
আজ থেকে তোমার অভিমান করা নিষেধ।
তুমি শুধু ভালোবাসবা। আর কিছু করলে খবর আছে!’ 😉
আর যারা এই লকটা আনলক করে রাখে তারা হয়ত জানেও না
অভিমানের পরিমানটা পরিনাম কতটুকু যাচ্ছে।

নীলিকা নীলাচল ***

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন